২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

জুলাই বিপ্লবের সুফল পাকিস্তানকে হারানো, বলছেন ক্রীড়া উপদেষ্টা

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াপ্রথম আলো

পাকিস্তানকে ধবলধোলাই করে টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

অভিনন্দনবার্তায় তিনি বলেছেন, ‘জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে যে গণ–অভ্যুত্থান হয়েছে, তারই সুফল পাওয়া যাচ্ছে ক্রীড়াঙ্গনের প্রতিটি ক্ষেত্রে। পাকিস্তানকে টেস্টে প্রথমবার হোয়াইটওয়াশ করা কিংবা সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতা, সবকিছুই নতুন বাংলাদেশের প্রতিফলন।’

আরও পড়ুন

ক্রীড়া ক্ষেত্রে সাফল্য পেতে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, ‘দুর্নীতি এবং রাজনৈতিক বলয় থেকে ক্রীড়াঙ্গনকে মুক্ত রাখলে দেশের ক্রীড়া ক্ষেত্রে আরো সাফল্য আসবে।’

পাকিস্তানকে ধবলধোলাই করার পর সিরিজের ট্রফি সামনে রেখে বাংলাদেশ দলের উচ্ছ্বাস। আজ রাওয়ালপিন্ডিতে
এএফপি

ক্রীড়া উপদেষ্টার আশা, ক্রীড়াঙ্গনের প্রতিটি পর্যায়ে সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে। এর আগে মুঠোফোনে অধিনায়ক নাজমুল হোসেন ও তাঁর দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও।

আরও পড়ুন

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ১০ উইকেটে জয়ের পর আজ একই মাঠে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে ২–০–তে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ দল। পাকিস্তানের মাটিতে যেকোনো সংস্করণের ক্রিকেটে এটাই বাংলাদেশের প্রথম সিরিজ জয়। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয়ও।