বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ৪০০ করাটাই যেন ‘নিয়ম’
প্রতিপক্ষ যখন বাংলাদেশ, আর সংস্করণটা টেস্ট—নিজেদের প্রথম ইনিংসে ৪০০ করাটা ডালভাতই দক্ষিণ আফ্রিকার জন্য। টেস্টে এ পর্যন্ত ১৬ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির কারণে ২০১৫ সালে মিরপুর টেস্টে ব্যাটিংয়েই নামতে পারেনি প্রোটিয়ারা। বাকি ১৫ ম্যাচে ১০ বারই প্রথম ইনিংসে ৪০০ ছাড়িয়ে দক্ষিণ আফ্রিকা, যার সর্বশেষটি চলমান চট্টগ্রাম টেস্টেই করেছে দলটি।
টেস্টে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার চেয়ে একটি দলই বেশিবার ৪০০ করতে করেছে। সেই দলটির নাম শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে ২৬ টেস্টে ১৮ বার ৪০০ ছাড়িয়েছে লঙ্কানরা।
বাংলাদেশের বিপক্ষে ৪০০ করায় দক্ষিণ আফ্রিকার সঙ্গী ভারতও। ১৫ টেস্টে ভারতীয়রাও ১০ বার ৪০০ পেরিয়েছে বাংলাদেশের বিপক্ষে। ৯ বার ৪০০ করে এরপরই আছে নিউজিল্যান্ড ও পাকিস্তান।
টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৪০০
৪০০-র মতো টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৫০০ করাতেও সবার ওপরে শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে ১১ বার ৫০০ করেছে লঙ্কানরা। ৫ করে ৫০০ করে দুইয়ে ভারত ও নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের বিপক্ষে ৫০০ করল চতুর্থবার। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজও চারবার ৫০০ করেছে বাংলাদেশের বিপক্ষে।