৩৩ ইনিংস পর উইকেটশূন্য লামিচানে, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের জয়

ক্রেগ আরভিন ও শন উইলিয়ামসের সেঞ্চুরিতে নেপালকে সহজেই হারিয়েছে জিম্বাবুয়েছবি: আইসিসি

টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে প্রথম ওয়ানডে। হারারেতে আজ সেই ম্যাচেই সন্দীপ লামিচানে জানলেন ‘এ জগৎ স্বপ্ন নয়’!

চোখে বড় স্বপ্ন নিয়েই জিম্বাবুয়েতে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে গেছে লামিচানের নেপাল। সেই স্বপ্ন প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেয়েছে। ২৯০ রান করেও স্বাগতিক জিম্বাবুয়ের কাছে বড় ব্যবধানে হেরেছে নেপাল। ১০ ওভারে ৭৭ রান দিয়ে উইকেটশূন্য থেকে সেই হারে ‘বড় অবদান’ লামিচানের। আর তাতে থামল টানা ইনিংসে উইকেট নেওয়ার অবিশ্বাস্য এক পথযাত্রা।

ওয়ানডেতে টানা ইনিংসে উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ডটি লামিচানেরই। ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি থেকে এই ম্যাচের আগে টানা ৩৩ ইনিংসে উইকেট পেয়েছেন এই লেগ স্পিনার। টানা ২৬ ইনিংসে উইকেট নিয়ে যে রেকর্ডের আগের মালিক ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার ব্রেট লি।

ওয়ানডেতে টানা ইনিংসে উইকেট

টেস্ট খেলুড়ে কোন দলের বিপক্ষে না খেলেই গত এপ্রিলে ওয়ানডেতে সবচেয়ে কম ম্যাচে ১০০ উইকেটের মাইলফলক ছোঁয়ার রেকর্ড গড়েছিলেন লামিচানে। সেই লামিচানেকে আজ কঠিন সময় উপহার দিয়েছেন দুই জিম্বাবুইয়ান ক্রেগ আরভিন ও শন উইলিয়ামস। সেঞ্চুরি পেয়েছেন দুজনই। ২৯১ রানের লক্ষ্য ৮ উইকেট ও ৩৫ বল হাতে রেখেই ছুঁয়েছে জিম্বাবুয়ে।

আরও পড়ুন
৭০
৭০ বলে সেঞ্চুরি পেয়েছেন শন উইলিয়ামস। ওয়ানডেতে এটিই জিম্বাবুয়ের দ্রুততম সেঞ্চুরি।
সেঞ্চুরি করার পথে শন উইলিয়ামস
ছবি: আইসিসি

ব্যাটিং উদ্বোধন করা অধিনায়ক আরভিন ওয়ানডেতে চতুর্থ সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন ১২১ রানে। ১১১ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারের এটি তাঁর দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। ১৬৪ রানের অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে তাঁর সঙ্গী শন উইলিয়ামস অপরাজিত ছিলেন ১০২ রানে। মাত্র ৭০ বলেই ১৫০ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পেয়েছেন উইলিয়ামস। ওয়ানডেতে এটিই জিম্বাবুয়ের দ্রুততম সেঞ্চুরি। উইলিয়ামস ভেঙেছেন রেজিস চাকাভার রেকর্ড। গত বছরের আগস্টে হারারেতেই বাংলাদেশের বিপক্ষে ৭৩ বলে সেঞ্চুরি করেছিলেন চাকাভা। ওয়ানডেতে চতুর্থবার এক ম্যাচে জিম্বাবুয়ের দুই ব্যাটসম্যান সেঞ্চুরি পেলেন। অথচ এক বছর আগেও জিম্বাবুইয়ানদের মাত্র একবার ছিল এই অভিজ্ঞতা।

৯৯
নেপালের প্রথম ও ওয়ানডে ইতিহাসের ৩৩তম ব্যাটসম্যান হিসেবে নড়বড়ে নিরানব্বইয়ে কাটা পড়লেন ভুরতেল।
নেপালের ব্যাটসম্যান কুশল ভুরতেল
ছবি: আইসিসি

এর আগে নেপালের ২৯০ রানের ইনিংসে সর্বোচ্চ ৯৯ রান করেন ওপেনার কুশল ভুরতেল। নেপালের প্রথম ও ওয়ানডে ইতিহাসের ৩৩তম ব্যাটসম্যান হিসেবে নড়বড়ে নিরানব্বইয়ে কাটা পড়লেন ভুরতেল। আসিফ শেখকে (৬৬) নিয়ে উদ্বোধনী জুটিতে নেপালি রেকর্ড ১৭১ রান করা ভুরতেল ওয়েলিংটন মাসাকাদজার বলে বোল্ড হয়েছেন। আসিফ ফেরেন ৩ রান পরেই। ৩২তম ওভারেই ১৭০ ছাড়ানো নেপাল শেষ ১৮ ওভারে প্রত্যাশামতো রান তুলতে পারেনি। জিম্বাবুয়ের পেসার রিচার্ড এনগারাভা ৪৩ রানে নিয়েছেন ৪ উইকেট।

আরও পড়ুন

জয়ে শুরু ওয়েস্ট ইন্ডিজের

সেঞ্চুরির পর গজানন্দ সিং
ছবি: আইসিসি

বিশ্বকাপ ক্রিকেটে দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। সেই ওয়েস্ট ইন্ডিজকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপে যেতে বাছাইপর্ব খেলতে হচ্ছে। এবারের বাছাইপর্বের শুরুটা জয়ে দিয়েই করেছে ক্যারিবীয়রা। প্রথমে ব্যাটিং করে ৪৯.৩ ওভারে ২৯৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ। দলটির চার ব্যাটসম্যান ফিফটি পেলেও সর্বোচ্চ ৬৬ রান করেছেন জনসন চার্লস।

রান তাড়ায় ৯৭ রানে ৫ উইকেট হারালেও শেষ পর্যন্ত ৭ উইকেটে ২৫৮ রান করে ৩৯ রানে হেরেছে যুক্তরাষ্ট্র। ছয়ে নেমে ১০১ রানে অপরাজিত ছিলেন দলটির গজানন্দ সিং। টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে যুক্তরাষ্ট্রের প্রথম সেঞ্চুরি এটি।

আরও পড়ুন