২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

আইপিএলের ফাইনালে রান ও উইকেটে সবার ওপরে কারা

আজ আইপিএলের ফাইনাল। এবারের আগে ১৫টি ফাইনালে সবচেয়ে বেশি রান করেছেন কে, সবচেয়ে বেশি উইকেটই–বা পেয়েছেন কে?

আজ আইপিএলের ফাইনালছবি: আইপিএল
আইপিএল ফাইনালে সবচেয়ে বেশি রান সুরেশ রায়নার
ফাইল ছবি

আট ফাইনালে রায়না রান করেছেন ২৪৯। ৩৫.৫৭ গড় ও ১৫০.০০ স্ট্রাইক রেটে এই রান করেছেন ভারতের সাবেক ব্যাটসম্যান। ফাইনালে দুবার ফিফটি পাওয়া রায়নার সর্বোচ্চ ইনিংস ৭৩ রানের। ২০১২ সালের সেই ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের সাকিব আল হাসানের বলে আউট হওয়ার আগে ৩৮ বলে ৭৩ রান করেন তিনে নামা রায়না। তাঁর দল চেন্নাই ৩ উইকেটে ১৯০ রান তুলেছিল। ২ বল বাকি থাকতেই ফাইনালটা ৩ উইকেটে জিতে যায় সাকিবের কলকাতা।

আইপিএল ফাইনালে সবচেয়ে বেশি রান

আরও পড়ুন
আইপিএল ফাইনালে সবচেয়ে বেশি উইকেট ডোয়াইন ব্রাভোর
ফাইল ছবি

আইপিএলের ফাইনালে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডও চেন্নাই সুপার কিংসের একজনের। ২০১১ থেকে ২০২১ সালের মধ্যে ৭টি ফাইনালে ১০টি উইকেট নিয়ে সবার ওপরে ডোয়াইন ব্রাভো। এই ১০ উইকেটের ৪টিই ক্যারিবীয় অলরাউন্ডার নিয়েছেন ২০১৩ সালের ফাইনালে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে। সেই ম্যাচে ৪ ওভারে ৪২ রান খরচ করতে হয়েছিল ব্রাভোকে। ১৪৮ রান করেও ম্যাচটি ২৩ রানে জিতেছিল রোহিত শর্মার মুম্বাই।

আইপিএলের ফাইনালে সবচেয়ে বেশি উইকেট