‘অনেকেই মনে করেন আমার টি-টোয়েন্টি ক্যারিয়ার পড়তির দিকে। কিন্তু আমি সে রকম মনে করি না। মনে হচ্ছে আমি আবার নিজের সেরাটা ফিরে পাচ্ছি, উপভোগও করছি।’
কথাটা বিরাট কোহলির। বেঙ্গালুরুতে আজ রেকর্ড গড়া সেঞ্চুরির পর বললেন ভারতের সাবেক অধিনায়ক। যাঁকে ভারতের টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়ার ফিসফিসানি উঠছে সেই কোহলি কিনা পেয়ে গেলেন টানা দুই সেঞ্চুরি। আজ গুজরাট টাইটানসের বিপক্ষে সেঞ্চুরি করে আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক হয়ে গেলেন কোহলি।
আরও পড়ুন
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ব্যাটসম্যানের এটি সপ্তম সেঞ্চুরি। কোহলি পেছনে ফেললেন ওয়েস্ট ইন্ডিয়ান তারকা ক্রিস গেইলের ছয় সেঞ্চুরিকে। আজ বাঁচামরার ম্যাচে ওপেন করতে নেমে ৬১ বলে ১০১ রানে অপরাজিত ছিলেন কোহলি। বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া ম্যাচে তাঁর দল করেছে ৫ উইকেটে ১৯৭ রান।