হাস্যরসের শিকার হয়ে ভারত–পাকিস্তান নিয়ে পোস্টটি মুছেই ফেললেন শোয়েব
বিশ্বকাপে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক এই ফাস্ট বোলার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে বিশ্বকাপ নিয়ে নানা মতামত দিচ্ছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে আজকের ম্যাচ নিয়ে এমনই এক কথা বলে হাস্যরসের শিকার হয়েছেন শোয়েব আখতার। বিশেষ করে ভারতের ক্রিকেটপ্রেমীরা পাল্টা জবাবে শোয়েবকে নিয়ে হাসিঠাট্টা করেছেন।
আহমেদাবাদে আজ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। এ ম্যাচ নিয়ে শোয়েব গতকাল ভেরিফায়েড ‘এক্স’ অ্যাকাউন্টে খেলোয়াড়ি জীবনের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘আগামীকাল (আজ) ইতিহাসের পুনরাবৃত্তি হবে।’
ব্যস, আর যায় কোথায়! ভারতের ক্রিকেটপ্রেমীরা শোয়েবের পোস্টেই তাঁকে মনে করিয়ে দেন, বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের পারফরম্যান্স কত ভালো। বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে পাকিস্তান যে কখনো জিততে পারেনি। এ পর্যন্ত ৭ ম্যাচের সব কটিতেই হেরেছে পাকিস্তান। অর্থাৎ ইতিহাসের পুনরাবৃত্তি ঘটলে পাকিস্তানই হারবে! ক্রিকেটপ্রেমীদের হাস্যরসের কারণে পোস্টটি মুছে ফেলেন শোয়েব আখতার।
শোয়েব এরপর টেস্টে শচীন টেন্ডুলকারকে আউট করার একটি ছবি পোস্ট করেন নিজের ‘এক্স’ অ্যাকাউন্টে। ক্যাপশনে লেখেন, ‘কাল এমন কিছু করতে চাইলে মাথা ঠান্ডা রাখো।’ শোয়েবের এই পোস্টেও তির্যক মন্তব্য করেন ভারতীয় সমর্থকেরা।
২০০৩ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে শোয়েবের বলে শচীন টেন্ডুলকারের সেই ‘আপারকাট’ শটের ছবি পোস্ট করে একজন সেখানে মন্তব্য করেন, ‘কিছু মনে পড়ে? আগামীকাল (আজ) এটাই হবে।’ আরেকজনের মন্তব্য, ‘অনেক স্বপ্ন দেখেছ। এবার উঠে পড়ো।’
ভারত-পাকিস্তান দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে। ভারত তাদের প্রথম দুই ম্যাচে জিতেছে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে। অন্যদিকে পাকিস্তান হারিয়েছে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কাকে।