শামিকে নিয়ে শঙ্কা, অস্ত্রোপচার লাগবে সূর্যকুমারের

সূর্যকুমার যাদব ও মোহাম্মদ শামিএএফপি

জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মিলিয়ে ভারতের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। ২৫ জানুয়ারি হায়দরাবাদে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। বিশাখাপট্টনমে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২ ফেব্রুয়ারি থেকে। ভারতের সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, প্রথম দুই টেস্টে না-ও খেলতে পারেন মোহাম্মদ শামি। অ্যাঙ্কেলে চোট পাওয়ার পর এখনো বোলিং শুরু করেননি গত বিশ্বকাপে সর্বোচ্চ ২৪ উইকেট নেওয়া ভারতের এই তারকা পেসার।

এ ছাড়া টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ব্যাটসম্যান সূর্যকুমার যাদবও হার্নিয়ার সমস্যায় ভুগছেন এবং তাঁর অস্ত্রোপচার করাতে হবে। আইপিএল শুরুর আগেই সূর্যকুমার পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। ২২ মার্চ থেকে শুরু হতে পারে আইপিএল।

আরও পড়ুন

ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছে, ‘শামি এখনো বোলিং শুরু করেনি। তাকে এনসিএতে (জাতীয় ক্রিকেট একাডেমি) গিয়ে আগে ফিটনেস পরীক্ষা করাতে হবে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টের জন্য তাকে নিয়ে আমরা ঠিক নিশ্চিত নই। আর যাদবের ক্ষেত্রে প্রত্যাশার চেয়েও বেশি সময় লাগবে। হার্নিয়ার অস্ত্রোপচার করানোর পর দৌড়ানো শুরু করতে তার হয়তো ৮ থেকে ৯ সপ্তাহ সময় লাগবে। আশা করি আইপিএলে সে ফিট হয়ে উঠবে।’

দক্ষিণ আফ্রিকার মাটিতে গত বৃহস্পতিবার ১-১ ব্যবধানে শেষ হওয়া টেস্ট সিরিজের জন্য গত ৩০ নভেম্বর ঘোষিত ভারতের স্কোয়াডে ছিলেন শামি। কিন্তু পরে বিসিসিআই বিবৃতিতে জানায়, শামির টেস্ট খেলা নির্ভর করছে ফিটনেস পরীক্ষায় পাস করার ওপর এবং তাঁকে খেলার ছাড়পত্র দেয়নি মেডিকেল টিম। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, শামিকে নিয়ে তাড়াহুড়ো করতে চায় না বিসিসিআই।

ধর্মশালায় আগামী ১১ মার্চ পঞ্চম টেস্টের শেষের দিন দিয়ে এই সফরের সমাপ্তি টানবে ইংল্যান্ড। এই সিরিজে দুই পেসার যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজকে পাচ্ছে ভারত। আর সিরিজ যেহেতু ভারতের মাটিতে তাই স্পিনারদের প্রাধান্যই থাকবে বেশি, সে কারণে পূর্ণ শক্তির পেস বিভাগকে ব্যবহারের প্রয়োজনীয়তা অনুভব করছে না ভারত।

আরও পড়ুন

ভারতের সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ সূর্যকুমারকে নিয়ে জানিয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ অ্যাঙ্কেলের চোটের কারণে খেলতে পারবেন না সূর্যকুমার। ভারতের সর্বশেষ টি-টোয়েন্টি দলের এই অধিনায়ক হার্নিয়া সমস্যার কারণে গোটা ঘরোয়া মৌসুম এবং আইপিএলের শুরুতে কিছু ম্যাচে না-ও খেলতে পারেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। জার্মানিতে স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার করাবেন সূর্যকুমার।

বিসিসিআইয়ের একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেছে, ‘কিছুদিন আগে সূর্যর হার্নিয়া ধরা পড়ে। সে জাতীয় ক্রিকেট একাডেমিতে এখন সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় আছে। অস্ত্রোপচার করাতে সে দুই থেকে তিন দিনের মধ্যে জার্মানির মিউনিখে যাবে। এর অর্থ হলো মুম্বাইয়ের হয়ে রঞ্জিতে সে এবার অবশ্যই আর খেলবে না এবং আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে শুরুতে কিছু ম্যাচে না-ও খেলতে পারে।’

গত বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নেন শামি
রয়টার্স

২০২২ সালের মাঝামাঝি সময়ে ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান লোকেশ রাহুলও খেলাধুলা-সংক্রান্ত হার্নিয়া সমস্যায় পড়েছিলেন। সে বছর জুলাইয়ে রাহুলও মিউনিখে গিয়ে অস্ত্রোপচার করিয়ে আসেন।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে ১ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সূর্যকুমার তার আগেই সুস্থ হয়ে উঠবেন বলে টাইমস অব ইন্ডিয়ার কাছে আশা প্রকাশ করেছেন বোর্ডের সেই সূত্র, ‘জুনে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সুস্থ হয়ে উঠতে তাকে এর আগে যত সময় প্রয়োজন, দেওয়া হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অনেক কিছুই তার ওপর নির্ভর করছে।’

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ‘ওয়েবএমডি’র ফিটনেস গাইডলাইন অনুযায়ী, ‘কুঁচকি কিংবা তলপেটের নিচের অংশে তন্তু, লিগামেন্ট কিংবা মাংসপেশি ছিঁড়লে অথবা টান লাগলে তাকে খেলাধুলাসংক্রান্ত (স্পোর্টস হার্নিয়া) হার্নিয়া বলে। খেললেই যে এটা হবে তা নয়, তবে যাঁরা খেলাধুলা করেন, তাঁদের মধ্যে এটি বেশি দেখা যায়।’