অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: আইরিশদের হারাতে বাংলাদেশের লক্ষ্য ২৩৬
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ২৫২ রানের লক্ষ্য পেয়েছিল বাংলাদেশ। ব্লুমফন্টেইনে সে ম্যাচে ভারতের কাছে ৮৪ রানে হারে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ একই মাঠে বাংলাদেশের যুবাদের ২৩৬ রানের লক্ষ্য দিয়েছে আয়ারল্যান্ড। টস হেরে ব্যাটিং পাওয়া আইরিশরা করেছে ৮ উইকেটে ২৩৫ রান।
প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৫ উইকেট নেওয়া মারুফ মৃধা আজও বাংলাদেশের সেরা বোলার। আজ অবশ্য মাত্র ২ উইকেটই নিয়েছেন এই বাঁহাতি পেসার। ৮ ওভারে ৪৫ রান দেন মারুফ। ২ উইকেট নিয়েছেন শেখ পারভেজও। এই অফ স্পিনার ১০ ওভারে দিয়েছেন ৫৪ রান। ১টি করে উইকেট নিয়েছেন রোহানাত দৌল্লাহ, মোহাম্মদ রাফি উজ্জামান ও মাহফুজুর রহমান।
ষষ্ঠ ওভারে আইরিশ ওপেনার রায়ান হান্টারকে ফিরিয়ে বাংলাদেশের যুবাদের প্রথম উইকেট এনে দেন মারুফ। ২৬ রানে প্রথম উইকেট হারানো আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল ২৫ ওভারের আগেই ৯৫ রান তুলতে হারিয়ে ফেলে ৪ উইকেট।
এরপরও যে আইরিশরা যে ২৩৫ করেছে তাতে বড় অবদান কিয়ান হিলটনের। চারে নামা ব্যাটসম্যান ৪৯তম ওভারে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে যখন ফিরলেন আইরিশদের রান ২১৯। ১১৩ বলে ১১ চার ও ১ ছক্কায় ৯০ রান করা হিলটনকেও ফিরিয়েছেন মারুফ।
আইরিশ ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান ওপেনার জর্ডান নিলের। এ ছাড়া হিলটনের সঙ্গে পঞ্চম উইকেটে ৮১ রান যোগ স্কট ম্যাকবেথ করেছেন ২৭।
বাংলাদেশ প্রথম ম্যাচটি হারলেও আয়ারল্যান্ড ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু করেছে যুক্তরাষ্ট্রকে হারিয়ে।