১১ বছর পর বিগ ব্যাশে আসছে ডিআরএস, থাকছে না আলোচিত দুই নিয়ম

টুর্নামেন্ট শুরুর ১১ বছর পর প্রথমবার ডিআরএসের ব্যবহার হবে বিগ ব্যাশেছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া

এলইডি স্টাম্প, হেলমেটে ক্যামেরা কিংবা রঙিন মোড়কে মোড়ানো পুরো ব্যাট—এমন অনেক কিছুর দেখা মেলে বিগ ব্যাশে। এ লিগ টুর্নামেন্টকে আকর্ষণীয় করতে এক্স ফ্যাক্টর, পাওয়ার সার্জ, ব্যাশ বুস্টের মতো একেবারে নতুন কিছু নিয়মও চালু করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। অথচ সেই বিগ ব্যাশেই এত দিন ছিল না ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস। অবশেষে সে শূন্যতা পূরণ করতে যাচ্ছে তারা। টুর্নামেন্ট শুরুর ১১ বছর পর প্রথমবারের মতো বিগ ব্যাশে থাকছে আম্পায়ারের সিদ্ধান্ত রিভিউর এ পদ্ধতি।

আগামী মৌসুম থেকে ছেলে ও মেয়েদের টুর্নামেন্টে ব্যবহার করা হবে ডিআরএস।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বর্তমানে প্রতিটি দল এক ইনিংসে দুটি ব্যর্থ রিভিউ করার সুযোগ পেলেও বিগ ব্যাশে সে সংখ্যা হবে একটি। গত মৌসুমেই ডিআরএস চালু করার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে শেষ পর্যন্ত সেটি হয়নি। এবার ছেলেদের বিগ ব্যাশে প্রতিটি ম্যাচেই ডিআরএস থাকলেও মেয়েদের বিগ ব্যাশের ৫৯টি ম্যাচের মধ্যে ২৪টি ম্যাচে থাকবে এ সুবিধা। এ মৌসুমে টেলিভিশনে সম্প্রচার করা হবে মেয়েদের লিগের ওই ২৪টি ম্যাচ। বাকি ম্যাচগুলো লাইভস্ট্রিমিং করা হলেও প্রযুক্তিগত কারণে থাকবে না ডিআরএস।

আরও পড়ুন

সামনের মৌসুম থেকে আরও কিছু পরিবর্তন আসছে বিগ ব্যাশে। প্রতিটি দলকে তাদের ইনিংসের ২০ ওভার শেষ করতে হবে ৭৯ মিনিটের মধ্যে, তা না করতে পারলে স্লো ওভার রেটের শাস্তি হিসেবে ৩০ গজ বৃত্তের বাইরে একজন ফিল্ডার কম রাখতে হবে বাকিটা সময়। আন্তর্জাতিক ক্রিকেটেও এরই মধ্যে এই নিয়ম দেখা গেছে। সাধারণ নিয়মে ইনিংসের প্রথম ছয় ওভারে বৃত্তের বাইরে সর্বোচ্চ দুজন ও বাকি ১৪ ওভার বৃত্তের বাইরে সর্বোচ্চ পাঁচজন ফিল্ডার থাকতে পারেন।

বিগ ব্যাশে থাকছে না এক্স ফ্যাক্টর ও ব্যাশ বুস্ট
ছবি: সংগৃহীত
আরও পড়ুন

এ ছাড়া ক্রিকেটার ও দর্শকদের কাছ থেকে পর্যাপ্ত সাড়া না পাওয়ায় আগামী আসর থেকে বিগ ব্যাশে থাকছে না এক্স ফ্যাক্টর ও ব্যাশ বুস্ট। এক্স ফ্যাক্টরের নিয়ম অনুযায়ী, প্রথম ইনিংসের ১০ ওভারের পর বদলি ক্রিকেটার নিতে পারত দুই দল। অন্যদিকে ব্যাশ বুস্টের মাধ্যমে দুই দলের সামনেই পয়েন্ট পাওয়ার সুযোগ থাকত। শুধু ম্যাচ জিতলে মিলত তিন পয়েন্ট। তবে রান তাড়ায় ১০ ওভার পর প্রতিপক্ষের স্কোরের চেয়ে বেশি রান করতে পারলে মিলত বোনাস পয়েন্ট।  

অবশ্য ব্যাশ বুস্ট ও এক্স ফ্যাক্টরের সঙ্গে চালু হওয়া ‘পাওয়ার সার্জ’ টিকে যাচ্ছে। টি-টোয়েন্টিতে পাওয়ারপ্লের ৬ ওভারকে দুই ভাগে ভাগ করে বিগ ব্যাশ। ইনিংসের প্রথম ৪ ওভার বাধ্যতামূলক পাওয়ারপ্লের পর বাকি ২ ওভার নেওয়া যায় ইনিংসের ১১তম ওভার শেষ হয়ে যাওয়ার যেকোনো সময়ে। সামনের মৌসুমে প্রথমবারের মতো এ নিয়ম দেখা যাবে মেয়েদের বিগ ব্যাশেও।

মেয়েদের বিগ ব্যাশ শুরু হবে আগামী ১৩ অক্টোবর। ছেলেদের টুর্নামেন্ট শুরু ১৩ ডিসেম্বর।