জাতীয় ক্রিকেট লিগে প্রথমবারের মতো শিরোপা জয়ের সুবাস পাচ্ছে সিলেট বিভাগ। আগামীকাল পঞ্চম রাউন্ডে শেষ দিনেই চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে দলটি। সেটি করতে দুটি হিসাব মিলতে হবে। সিলেটে বরিশালের দেওয়া ১০৫ রানের লক্ষ্য ছুঁয়ে জিততে হবে সিলেটকে এবং অন্য ম্যাচে ঢাকা মহানগরের বিপক্ষে রংপুরের জয় পাওয়া চলবে না।
কক্সবাজারে অবশ্য খুব ভালো অবস্থায় নেই রংপুর। মহানগরের প্রথম ইনিংসে করা ৪৭৫ রানের জবাবে তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৫৩ রান তুলেছে দলটি। ফলো অন এড়াতেই আরও ৭২ রান দরকার দলটির।
সিলেট একাডেমি মাঠে খুলনা ও চট্টগ্রামের ম্যাচের শেষ দিন জয়ের জন্য চট্টগ্রামের দরকার ৮৬ রান, হাতে আছে ৩ উইকেট।
সিলেটে আজ বরিশালের বিপক্ষে ৩৪২ রানে অলআউট হলেও প্রথম ইনিংসে ৩৮ রানের লিড পায় সিলেট। এরপর বরিশালের দ্বিতীয় ইনিংস ১৪২ রানে গুটিয়ে দেয় দলটি। পেসার খালেদ আহমেদ নিয়েছেন সর্বোচ্চ ৪ উইকেট, নাসুমের শিকার ২ উইকেট।
সিলেটের ইনিংসে আগের দিন ফিফটি করা তিন ব্যাটসম্যান মুবিন আহমেদ (৫৩), অমিত হাসান (৫৬) ও নাসুম আহমেদের (৫৩) সঙ্গে আজ যোগ দিয়েছেন তোফায়েল আহমেদ। তাঁর ৬৪ রানের সৌজন্যে লিডের দেখা পায় সিলেট। তাঁকে সঙ্গ দিয়েছেন ১৪০ বল খেলে ৩৫ রান করা রেজাউর রহমান।
সিলেট স্টেডিয়ামের একাডেমি মাঠে এনামুল হকের ৭৫ রান ও শেখ পারভেজের ৫২ রানের সৌজন্যে চট্টগ্রাম বিভাগকে ২০৪ রানের লক্ষ্য ছুড়ে দেয় খুলনা বিভাগ। এরপর দলটির অভিজ্ঞ পেসার আল আমিনের বোলিংয়ে ৩০ ওভারে ১১৮ রানে ৭ উইকেট হারিয়ে বসে চট্টগ্রাম। আল আমিন ৫৫ রানে ৪ উইকেট নিয়েছেন। শেষ দিন জয়ের জন্য চট্টগ্রামের দরকার আরও ৮৬ রান। ক্রিজে আছেন আহমেদ শরিফ (৫) ও আশরাফুল হাসান (২৮)।