ক্রিকেটই ছেড়ে দিতেন শামি, ফিরিয়ে এনেছিলেন রবি শাস্ত্রী

ভারতীয় পেসার মোহাম্মদ শামিফাইল ছবি: রয়টার্স

২০১৮ সালের দিকে ক্রিকেট খেলাই ছেড়ে দিতে চেয়েছিলেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি

ভারতের সাবেক পেস বোলিং কোচ ভরত অরুণ জানিয়েছেন ঘটনাটি। শামি অবশ্য পরবর্তীকালে সে সিদ্ধান্ত থেকে সরে আসেন তখনকার কোচ রবি শাস্ত্রীর সঙ্গে কথা বলার পর। ‘ইয়ো-ইয়ো’ পরীক্ষায় পাস করতে পারেননি। ব্যক্তিগত কিছু কারণে সময়টাও খুব খারাপ যাচ্ছিল শামির।

আরও পড়ুন
ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী
ইনস্টাগ্রাম

একটি ক্রিকেট ওয়েবসাইটকে ভরত অরুণ জানিয়েছেন, ‘২০১৮ সালে ভারতের ইংল্যান্ড সফরের ঠিক আগে পুরো দলের খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষা হয়েছিল। ইয়ো ইয়ো পরীক্ষায় ফেল করেন শামি। স্বাভাবিকভাবেই ভারতীয় দলে জায়গা হয়নি। এরপর একদিন হঠাৎই শামি আমাকে ফোন করে বলে, সে আমার সঙ্গে কথা বলতে চায়। আমি ওকে ডেকে কথা বলি। শামি আমাকে জানায় যে সে ব্যক্তিগত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, মানসিক চাপে থাকার কারণে ফিটনেস নিয়ে কাজ করতে পারেনি। সে তখন নিজের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ ছিল। ছেড়ে দিতে চেয়েছিল ক্রিকেট। আমি ওকে রবি শাস্ত্রীর সঙ্গে কথা বলিয়ে দিই। রবি জিজ্ঞেস করে কেন সে খেলা ছাড়তে চায়। রবি তাঁকে জিজ্ঞেস করেছিল, ক্রিকেট না খেললে তুমি কী করবে।’

শামি নিজের ওপর রেগে আছে দেখে রবি শাস্ত্রী নাকি তাঁকে বলেছিলেন, ‘এই যে তুমি রেগে আছ। এটাকে কাজে লাগাও।’ ভরত অরুণ জানিয়েছেন, এরপর শামি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) এক মাস কঠোর পরিশ্রম করেছিলেন। সেটি করেছিলেন রবি শাস্ত্রীর নির্দেশেই। শামি এনসিএতে কঠোর পরিশ্রম করেই আবার জাতীয় দলে ফিরেছিলেন। খেলেছিলেন বিশ্বকাপেও।

আরও পড়ুন

২০১৮ সালের শুরুর দিকে স্ত্রী হাসিন জাহানের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন মোহাম্মদ শামি। তাঁর বিরুদ্ধে হাসিন বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগ তুলেছিলেন। এমনকি শামির পরিবার তাঁকে হত্যার চেষ্টা করেছে, এমন অভিযোগও তুলেছিলেন হাসিন। শামি নিজে অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছিলেন। বলেছিলেন, তাঁর ক্যারিয়ার ধ্বংসের ষড়যন্ত্র এসব। তবে এ ঘটনার জেরে ভারতীয় পেসার বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন।