অজয় জাদেজাকে রাজ–সিংহাসনের উত্তরসূরি ঘোষণা
ভারতের জামনগরের পরবর্তী মহারাজা ঘোষিত হয়েছেন সাবেক ক্রিকেটার অজয় জাদেজা। শনিবার জামনগরের বর্তমান মহারাজা শত্রুসল্যসিং জাদেজা তাঁর উত্তরসূরি হিসেবে অজয়ের নাম ঘোষণা করেন।
৫৩ বছর বয়সী অজয় জাদেজা ১৯৯৩ থেকে ২০০০ সালের মধ্যে ভারতের হয়ে ১৯৬টি ওয়ানডে ও ১৫টি টেস্ট খেলেছিলেন। জামনগরের বর্তমান মহারাজা শত্রুসল্যসিং ও অজয়ের বাবা দৌলতসিংজি জাদেজা সম্পর্কে তুতোভাই। সন্তানহীন শত্রুসল্যসিং রাজসিংহাসনের উত্তরসূরি হিসেবে ভ্রাতুষ্পুত্রকে বেছে নিয়েছেন।
১৯৬৬ সাল থেকে মহারাজা হিসেবে দায়িত্ব পালন করা শত্রুসল্যসিং নিজেও ক্রিকেটার ছিলেন। ১৯৬৬–৬৭ মৌসুমে ভারতের প্রথম শ্রেণির প্রতিযোগিতা রঞ্জি ট্রফিতে সৌরাষ্ট্রকে নেতৃত্ব দিয়েছিলেন। ছিলেন সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধানও। বিখ্যাত জামনগর রাজপরিবারের আরও দুই সদস্য কে এস রঞ্জিত সিংহজি এবং দুলীপ সিংহজিও ক্রিকেট খেলতেন। ভারতের ঘরোয়া ক্রিকেটের দুই টুর্নামেন্ট রঞ্জি ও দুলীপ ট্রফির নামকরণ হয়েছে তাঁদের নামেই। অজয় জাদেজার বাবা দৌলতসিংজি জাদেজাও ক্রিকেট খেলতেন। ১৯৭১ থেকে ১৯৮৪ সময়ের মধ্যে তিন দফায় জামনগর থেকে সংসদ সদস্যও হয়েছিলেন।
ভ্রাতুষ্পুত্রকে জামনগর রাজপরিবারের পরবর্তী মহারাজা ঘোষণার বিবৃতিতে শত্রুসল্যসিং লিখেছেন, ‘পাণ্ডবরা নির্বাসন কাটিয়ে ফিরে বিজয়ী হয়েছিলেন দশেরার উৎসবের দিন। এই শুভ দিনে অজয় জাদেজা আমার উত্তরসূরি হওয়ার প্রস্তাব গ্রহণ করায় আমার সব দ্বিধা কেটে গেছে। আমি আত্মবিশ্বাসী যে অজয় জাদেজা জামনগরের মানুষের জন্য আশীর্বাদ হিসেবে প্রমাণিত হবে এবং নিষ্টার সঙ্গে তাঁদের সেবা করবেন। তার প্রতি কৃতজ্ঞ।’
শত্রুসল্যসিং নেপাল রাজপরিবারের এক সদস্যকে বিয়ে করেছিলেন। তবে পরবর্তী সময়ে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।