চলে গেলেন ডিএলএস পদ্ধতির সহ–উদ্ভাবক ডাকওয়ার্থ
বৃষ্টিবিঘ্নিত ক্রিকেট ম্যাচের ফল বের করতে ডাকওয়ার্থ–লুইস পদ্ধতির (পরবর্তী সময়ে ডার্কওয়ার্থ–লুইস–স্টার্ন) অন্যতম উদ্ভাবক ফ্রাঙ্ক ডাকওয়ার্থ গত শুক্রবার ৮৪ বছর বয়সে মারা গেছেন। ইংরেজ এই পরিসংখ্যানবিদ ও টনি লুইস এ পদ্ধতির আদি সংস্করণের উদ্ভাবক। ২০২০ সালে ৭৮ বছর বয়সে মারা যান লুইস।
আন্তর্জাতিক ক্রিকেটে ডিএল পদ্ধতি প্রথম ব্যবহার করা হয় ১৯৯৭ সালে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে লক্ষ্য নতুন করে পুনর্নির্ধারণে এ পদ্ধতিকে মানদণ্ড (স্ট্যান্ডার্ড) হিসেবে আইসিসি আনুষ্ঠানিকভাবে ব্যবহার শুরু করে ২০০১ সাল থেকে। ২০১৪ সালে এই পদ্ধতিতে ‘স্টার্ন’ শব্দটি জুড়ে ডাকওয়ার্থ–লুইস–স্টার্ন করা হয়। ডাকওয়ার্থ ও লুইস অবসর নেওয়ার পর এবং অস্ট্রেলিয়ান পরিসংখ্যানবিদ স্টিভেন স্টার্ন পূর্বের ডিএল পদ্ধতিতে কিছু পরিমার্জনা আনার পর নামটি পাল্টানো হয়।
২০১০ সালের জুনে ডার্কওয়ার্থ ও লুইসকে সম্মানসূচক এমবিই উপাধিতে ভূষিত করা হয়। ডিএল পদ্ধতি ব্যবহারের আগে আন্তর্জাতিক বৃষ্টিবিঘ্নিত ম্যাচে লক্ষ্য স্থির করা হতো বৃষ্টি আইনের মাধ্যমে। ১৯৯২ বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ড–দক্ষিণ আফ্রিকা ম্যাচে এই আইন কুখ্যাতি কুড়িয়েছিল। সেই আইনের অধীনে জয়ের জন্য শেষ বলে ২২ রান দরকার হয়েছিল দক্ষিণ আফ্রিকার। বৃষ্টি আইনে ১৯ রানে জিতেছিল ইংল্যান্ড।