পাকিস্তান যেতে ভয় পাচ্ছেন মার্ক উড

ইংল্যান্ডের পেসার মার্ক উডছবি: এএফপি

গত মাসে পাকিস্তান সফরে ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে গেছে ইংল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আবারও পাকিস্তান সফরে যাবেন বেন স্টোকসরা। এবার খেলবেন ৩টি টেস্ট। তবে অক্টোবরে খেলে এলেও এবার পাকিস্তান সফরে যেতে ভয় পাচ্ছেন মার্ক উড। ৩২ বছর বয়সী এই পেসার পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়েছেন।

পাকিস্তানের নিরাপত্তা নিয়ে এবার প্রশ্ন উঠেছে ইমরান খানের ওপর হামলার কারণে। সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক বিশ্বকাপজয়ী এই অধিনায়ক বৃহস্পতিবার রাজনৈতিক কর্মসূচিতে হত্যাচেষ্টার শিকার হন। হামলায় তাঁর ডান পায়ে গুলি লাগে। এ ঘটনায় পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতিও উত্তপ্ত হয়ে উঠেছে।

আরও পড়ুন

আগামী ২৬ নভেম্বর পাকিস্তানে যাবে ইংল্যান্ডের টেস্ট দল। সেই দলে আছেন উডও। এ মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ব্যস্ত থাকলেও ইমরানের ওপর হামলার ঘটনা পাকিস্তান নিয়ে ভাবিয়ে তুলেছে তাঁকে, ‘প্রথম কথা হচ্ছে তিনি একজন সাবেক ক্রিকেটার। সুতরাং আমাদের কাছেরই একজন। তাঁর ওপর হামলার ঘটনাটি শুনে আমাদের গোটা দলই ব্যথিত হয়েছে।’

সদ্য সাবেক প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টার ঘটনায় পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি আবার প্রশ্নের সম্মুখীন। তিন সপ্তাহ পরেই আবার দেশটিতে যেতে হবে বলে এ নিয়ে উদ্বেগ আছে কি না, সিডনিতে সাংবাদিকদের এমন প্রশ্নে উড সর্বশেষ সফরের প্রসঙ্গ টেনে বলেন, ‘আমরা যখন গিয়েছিলাম, তখনকার নিরাপত্তাব্যবস্থা ছিল খুবই চমৎকার। আমাদের আসলেই ভালো লেগেছিল। তবে এখন যা ঘটছে, আমি যদি বলি যে উদ্বিগ্ন নই, সেটা মিথ্যা বলা হবে। একজন ক্রিকেটার হিসেবে সেখানে এখন যাওয়াটা অবশ্যই দুশ্চিন্তায় ফেলে দিয়েছে।’

পাকিস্তানের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে চিন্তিত হলেও যাওয়া বা না যাওয়ার বিষয়ে নিজের মত স্পষ্ট করেননি উড।

ইংল্যান্ড দলের পাকিস্তান সফরে যাওয়ার সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন ইসিবির (ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড) ওপর, ‘ওই দেশে যে অস্থিরতা চলছে, সেটা নিয়ে আলাপ করা ওদেরই কাজ, আমাদের নয়। আমরা আমাদের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের ওপর আস্থা রাখি। ওরা যদি বলে যে যাওয়াটা নিরাপদ, তাহলে কোনো সমস্যা নেই। আমি জানি না, সফরের বিষয়ে সিদ্ধান্ত বদলানো হবে কি না।’

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, পাকিস্তানে আসন্ন সফর বাতিল বা স্থগিতের কোনো পরিকল্পনা নেই ইসিবির। গত মাসে পাকিস্তানে ইংল্যান্ডের সফরটি ছিল ১৬ বছর পর দেশটিতে ইংল্যান্ড ক্রিকেট দলের প্রথম সফর।

আরও পড়ুন

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর হামলার পর ছয় বছর আইসিসির কোনো পূর্ণাঙ্গ সদস্য দেশ পাকিস্তানে খেলতে যায়নি। ২০১৫ সালে জিম্বাবুয়েকে দিয়ে অঘোষিত সেই ‘নির্বাসন’ শেষ হয়। গত ছয় বছরে নিউজিল্যান্ড ও ভারত ছাড়া বাকি সব দলই পাকিস্তানে সফর করেছে।