সহিংসতার অভিযোগে পুলিশি রিমান্ডে স্ল্যাটার

মাইকেল স্লাটারএএফপি

এক ডজনেরও বেশি অপরাধের অভিযোগে অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান মাইকেল স্ল্যাটারকে রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল অস্ট্রেলিয়ার মারুচাইদোরে ম্যাজিস্ট্রেট আদালতে তাঁর বিরুদ্ধে মামলা উপস্থাপন করা হয়। ২০২৩ সালের ৫ ডিসেম্বর থেকে এ বছরের ১২ এপ্রিলের মধ্যে অপরাধমূলক কার্যক্রমের জন্য ৫৪ বছর বয়সী স্ল্যাটারের বিরুদ্ধে ১৯টি অভিযোগ গঠন করা হয়েছে।

আরও পড়ুন

অস্ট্রেলিয়ার হয়ে ৭৪ টেস্টে ৪২.৮৩ গড়ে ৫৩১২ রান করা স্ল্যাটারের বিরুদ্ধে গঠন করা অভিযোগগুলোর মধ্যে রয়েছে ঘরোয়া সহিংসতা, অনৈতিকভাবে গোপনে নজরদারি ও হয়রানি, রাতে অন্যের ঘরে বেআইনিভাবে অনুপ্রবেশ ও শারীরিকভাবে আক্রমণ। এ ছাড়া সাবেক এই ওপেনারের বিরুদ্ধে জামিনের শর্ত ও ঘরোয়া সহিংসতার (ডমেস্টিক ভায়োলেন্স) নিয়ম ভাঙার অভিযোগও গঠন করা হয়েছে। গত কয়েক দিনে বেশ কয়েকবার সহিংস কার্যক্রমের কারণে স্ল্যাটারকে গ্রেপ্তারের ব্যাপারটি নিশ্চিত করেছে পুলিশ।

খেলা ছাড়ার পর টিভি ধারাভাষ্যে সুনাম কামিয়েছিলেন স্লাটার
আইপিএল

পুলিশ স্ল্যাটারকে নিজেদের হেফাজতে নেওয়ার পর রিমান্ডেও নিয়েছে। আজ একই আদালতে তাঁর মামলা আবারও উপস্থাপন করা হবে। অস্ট্রেলিয়ার হয়ে ১৯৯৩ সালের অ্যাশেজ সিরিজে অভিষেক স্ল্যাটারের। খেলা ছাড়ার পর তিনি টিভি ধারাভাষ্যে নেমেছিলেন। ১৪টি টেস্ট সেঞ্চুরির মালিক স্লাটার অস্ট্রেলিয়ার হয়ে ৪২ ওয়ানডেতে ২৪.০৭ গড়ে ৯৮৭ রান করেছেন। ২০০৪ সালে অবসর নেওয়ার পর টিভি ধারাভাষ্যকার হিসেবে সুনাম কামিয়েছিলেন স্ল্যাটার।

আরও পড়ুন