খাজা-গ্রিনের দিনের বেশ কিছুটা অশ্বিনেরও
আহমেদাবাদে পড়ন্ত বিকেলে ব্যাটিংয়ে নামার সময় রোহিত শর্মা ও শুবমান গিল নিশ্চয়ই বেশ ক্লান্ত ছিলেন? দুই দিন মিলিয়ে ১৬৭.২ ওভার ফিল্ডিং করতে হয়েছে ভারতকে। অস্ট্রেলিয়া আজ ৪৮০ রানের পাহাড় গড়ার পর, তা তাড়া করতে নেমে ভারতের দুই ওপেনারের পায়ে ক্লান্তি ভর করার কথা।
তবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের উইকেট এখনো অস্বাভাবিক আচরণ করেনি। ব্যাটিংটাও তাই তেমন একটা কঠিন হয়ে না ওঠায় বিনা উইকেটে ৩৬ রান তুলে টেস্টের দ্বিতীয় দিন পার করেছেন ভারতের দুই ওপেনার। রোহিত অপরাজিত ১৭ রানে। অন্য প্রান্তে ১৮ রানে আছেন শুবমান।
রোহিত-গিলরা নামার আগে দ্বিতীয় দিনের গল্পটা কিন্তু অস্ট্রেলিয়ার। তাতে উসমান খাজা যদি ‘প্রধান চরিত্র’ হন, ক্যামেরন গ্রিন তাহলে ‘পার্শ্বনায়ক’। ওহ্ হ্যাঁ, প্রতিপক্ষের দাপটেও আলো ছড়িয়েছেন আরেকজন—রবিচন্দ্রন অশ্বিন। ৯১ রানে ৬ উইকেট নেন এই স্পিনার। টেস্ট ক্যারিয়ারে ৩২তম বারের মতো ৫ উইকেট নিলেন অশ্বিন। ভারতের মাটিতে টেস্ট ইনিংসে সবচেয়ে বেশি ৫ উইকেট নেওয়ার রেকর্ড এখন তাঁর। ২৬তম বার ৫ উইকেট নিয়ে টপকে গেলেন অনিল কুম্বলেকে (২৫)।
দ্বিতীয় দিনে তিন সেশন মিলিয়ে অশ্বিনকে দিয়ে ভারত বারবার খেলায় ফেরার চেষ্টা করলেও রানপাহাড়ে চাপা পড়া ঠেকাতে পারেনি। এবার বোর্ডার-গাভাস্কার সিরিজে চার টেস্ট মিলিয়ে মিলিয়ে আজ নিজেদের প্রথম ইনিংসেই সবচেয়ে বেশি রান তুলেছে অস্ট্রেলিয়া।
দুই দিন মিলিয়ে উসমান খাজার ১০ ঘণ্টার বেশি সময় ধরে মহাকাব্যিক ১৮০ রানের ইনিংসটি অস্ট্রেলিয়ার এই রানপাহাড়ের ভিত। ৬১১ মিনিট উইকেটে থেকে ৪২২ বল খেলেছেন খাজা, চার মেরেছেন ২১টি। অক্ষর প্যাটেলের বলে তৃতীয় সেশনের প্রথম বলে যখন আউট হলেন, অস্ট্রেলিয়া ৪০০ পেরিয়ে গেছে। কিন্তু ভারতের ভোগান্তি তবু দ্রুত শেষ হয়নি। নবম উইকেটে অস্ট্রেলিয়ার দুই বোলার নাথান লায়ন ও টড মার্ফি মিলে ১১৭ বলে ৭০ রানের জুটি গড়ে ভারতের ব্যাটিংয়ে নামার অপেক্ষা বাড়িয়ে দেন। লায়নের ৯৬ বলে ৩৪ ও মার্ফির ৬১ বলে ৪১ রানের ইনিংস অস্ট্রেলিয়ার খুব কাজে লেগেছে। তবু অস্ট্রেলিয়ার দৃষ্টিকোণ থেকে দিনটা খাজা ও গ্রিনের।
ভারতের মাটিতে টেস্টে অস্ট্রেলিয়ানদের মধ্যে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ড এখন খাজার। ১৯৭৯ সালে ইডেন গার্ডেনসে গ্রাহাম ইয়ালপের ৩৯২ বল খেলার রেকর্ড ভাঙলেন খাজা। সে বছরই চেন্নাই টেস্টে ২২২ রানের জুটি গড়েছিলেন অ্যালান বোর্ডার ও কিম হিউজ। তারপর গত ৪৪ বছরের মধ্যে ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রানের জুটিটি আজ খাজা-গ্রিনের, ২০৮ রান করেছেন ৩৫৮ বলে।
১৭০ বলে ১১৪ রান করে টেস্টে প্রথম সেঞ্চুরি তুলে নেওয়া গ্রিন অস্ট্রেলিয়ার আগামী দিনের ব্যাটিংয়ে বড় তারকা হয়ে ওঠারই প্রতিশ্রুতি দিচ্ছেন। এশিয়ায় তাঁর পারফরম্যান্স ‘অতিমানবীয়’ হয়ে উঠছে। পাকিস্তানে ব্যাটিং গড় ৫১.৬৬। শ্রীলঙ্কায় হয়েছেন ম্যাচসেরা আর ভারতে সেঞ্চুরি।
ভারতের হয়ে ২ উইকেট মোহাম্মদ শামির। ১টি করে উইকেট রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলের।