৪৫ ওভারের ম্যাচে আগে ব্যাটিংয়ে পাকিস্তান

বৃষ্টির কারণে ৪৫ ওভারে নেমে এসেছে এশিয়া কাপে সুপার ফোর পর্বে শ্রীলঙ্কা ও পাকিস্তানের ম্যাচএএফপি

এশিয়া কাপে বৃষ্টির খেলা থামছেই না। এবার বৃষ্টির কারণে ৪৫ ওভারে নেমে এসেছে সুপার ফোর পর্বের শ্রীলঙ্কা ও পাকিস্তানের ম্যাচ। কলম্বোয় আর বৃষ্টি না এলে শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ সময় ৫-৪৫ মিনিটে শুরু হবে খেলা। এর আগে টসে জিতে ব্যাটিং নিয়েছে পাকিস্তান।

এ ম্যাচের একাদশ গতকালই ঘোষণা করেছিল তারা। আগের ম্যাচ থেকে পাঁচটি পরিবর্তন ছিল সেখানে। তবে সে একাদশ থেকেও পরিবর্তন আনতে হয়েছে। গতকালের ঘোষিত একাদশে বাদ পড়া ফখর জামান খেলছেন। ইমাম-উল-হক নেই পিঠের টানের কারণে। সৌদ শাকিলের খেলা থাকলেও জ্বরের কারণে নেই তিনি, দলে এসেছেন আব্দুল্লাহ শফিক।

দুটি পরিবর্তন আছে শ্রীলঙ্কা দলেও। কুশল পেরেরা ও প্রমোদ মাদুশান দলে এসেছেন। তাঁদের জায়গা করে দিয়েছেন দিমুত করুনারত্নে ও কাসুন রাজিতা।

৪৫ ওভারের ম্যাচে প্রথম পাওয়ারপ্লে হবে ৯ ওভার। পরেরটি ১০-৩৬। শেষ পাওয়ারপ্লে হবে ৩৭-৪৫ ওভারে।

বৃষ্টিতে এর আগে নির্ধারিত সময়ে হতে পারেনি টস। বাংলাদেশ সময় দুপুর ২-৪০ মিনিটেও প্রেমাদাসা স্টেডিয়ামে ইলশেগুঁড়ি বৃষ্টি ছিল। তার আগে উইকেটের কাভার তুলে নেওয়া হলেও কালো মেঘে চারপাশ অন্ধকার হয়ে আসায় এবং আবারও বৃষ্টি শুরু হওয়ায় ঢেকে দেওয়া হয় উইকেট।

পাশের আউটফিল্ডেও কাভার দেওয়া হয়। বিকেল ৩টা বাজার মিনিট পাঁচেক আগেও উইকেট কাভারে ঢাকা ছিল। সে সময় বৃষ্টি থেমে যাওয়ার পর সিদ্ধান্ত হয় আর বৃষ্টি না হলে বাংলাদেশ সময় সাড়ে ৩টায় টস হবে। আর খেলা শুরু হওয়ার কথা ছিল ৩-৪৫ মিনিটে। কিন্তু আবারও বৃষ্টি শুরু হওয়ায় অপেক্ষা বাড়ে।

বৃষ্টির কারণে ম্যাচ হতে না পারলেও ফাইনালে যাবে শ্রীলঙ্কা
এএফপি

এরপর বিকেল ৫-১০ মিনিটের দিকে বৃষ্টি থামে। মাঠ পর্যবেক্ষণের পর খেলা শুরুর সময় জানান আম্পায়াররা।

আরও পড়ুন

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামের এ ম্যাচটি কার্যত সেমিফাইনাল। সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কা—দুই দলকেই হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছে ভারত। আজকের ম্যাচে যারা জিতবে, তারা আগামী ১৭ সেপ্টেম্বরের ফাইনালে ভারতের সঙ্গী হবে।

বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যাবে পাকিস্তানের। সে ক্ষেত্রে নেট রানরেটে এগিয়ে থাকায় ফাইনাল খেলবে শ্রীলঙ্কা। ফাইনালের দৌড় থেকে বাংলাদেশ ছিটকে গেছে আগেই।