বিপিএলে বাংলাদেশের জাতীয় দলের বোলারদের দাপট, ব্যাটিংয়ে উল্টো ছবি
প্রায় মাঝপথে চলে এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ৪৬ ম্যাচের টুর্নামেন্টের ২০ ম্যাচ শেষ হয়ে গেছে। এই ২০ ম্যাচ শেষে ব্যাটিং-বোলিংয়ের পরিসংখ্যানে এগিয়ে আছেন কারা…
রানে এগিয়ে মুশফিক
আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টিটা ২০২২ এশিয়া কাপে খেলেছেন মুশফিকুর রহিম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলে দেওয়া সেই মুশফিকই আপাতত এবারের বিপিএলে সবচেয়ে বেশি রানের মালিক। ফরচুন বরিশালের হয়ে ৬ ইনিংস ব্যাটিং করে এই উইকেটকিপার–ব্যাটসম্যান করেছেন ২২৯ রান। দুবার ৫০ ছাড়ানো মুশফিকের স্ট্রাইক রেটও খারাপ নয়—১৩০.১১।
তবে মুশফিক তাঁর মোট রানের প্রায় দুই-তৃতীয়াংশই করেছেন ঢাকায় প্রথম পর্বে বাংলাদেশের ক্রিকেটের ‘হোম’ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। রংপুরের বিপক্ষে ২৬ রান করে টুর্নামেন্ট শুরু করা ব্যাটসম্যান মিরপুরে পরের দুই ম্যাচে করেন অপরাজিত ৬৮ ও ৬৩ রান। খুলনা টাইগার্সের বিপক্ষে ৩৯ বলে ৬৮ রান করার পথে ৪টি ছক্কা মেরেছিলেন মুশফিক। পরের দিনই কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ৪৪ বলে ৬৩ রান করেন সিলেট স্ট্রাইকার্স ছেড়ে এ মৌসুমে বরিশালে যাওয়া মুশফিক। ওই দুই ম্যাচেই অবশ্য হেরেছে মুশফিকের বরিশাল।
ঢাকায় ৩ ম্যাচে ১৫৭ রান করা মুশফিক সিলেটে গিয়ে ৩ ইনিংসে করেছেন ৭২ রান। ওই ৩ ম্যাচেই ২০-এর ঘরে আউট হয়েছেন মুশফিক। সিলেট ঘুরে বিপিএল আবার ফিরেছে ঢাকায়। ঢাকায় দ্বিতীয় পর্বে বরিশাল খেলবে দুটি ম্যাচ। ‘প্রিয়’ মাঠে মুশফিক রানে ফিরবেন, বরিশালের সমর্থকেরা এই আশা করতেই পারেন।
মুশফিক ছাড়া এবারের বিপিএলে এখন পর্যন্ত ২০০ রান করেছেন শুধু পাকিস্তানের বাবর আজম। রংপুর রাইডার্সের হয়ে খেলা পাকিস্তানের সাবেক অধিনায়ক মুশফিকের চেয়ে ১ ম্যাচ কম খেলে ১১৫.৯০ স্ট্রাইক রেটে করেছেন ২০৪ রান।
ব্যাটসম্যানদের শীর্ষ পাঁচে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে মুশফিক ছাড়াও আছেন সিলেট স্ট্রাইকার্সের জাকির হাসান ও ফরচুন বরিশালের তামিম ইকবাল। বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখদের কেউ নেই শীর্ষ দশেই। জাতীয় দলের ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে আছেন তাওহিদ হৃদয়। ১২৬ রান নিয়ে ১৩ নম্বরে আছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসে খেলা এই ব্যাটসম্যান।
এবারের বিপিএলের শীর্ষ পাঁচ ব্যাটসম্যান
বোলিংয়ে সেরা মেহেদী-শরীফুল
ব্যাটিংয়ে জাতীয় দলের খেলোয়াড়েরা ব্যর্থ হলেও বোলিংয়ে উল্টো চিত্র। উইকেটশিকারিদের তালিকায় শীর্ষ দশের অর্ধেকই বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখ। এঁদের তিনজন আছেন আবার শীর্ষ পাঁচে।
১০ উইকেট নিয়ে সবার ওপরে মেহেদী হাসান ও শরীফুল ইসলাম। ১০ উইকেট আছে জিম্বাবুইয়ান বোলার রিচার্ড এনগারাভারও। তবে বোলিং গড় ও ওভারপ্রতি রান দেওয়ায় এই ত্রয়ীর মধ্যে বড় ব্যবধানে এগিয়ে আছেন অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী। রংপুর রাইডার্সের হয়ে ৬ ম্যাচ খেলা মেহেদীর গড় ১০.৩০, ইকোনমি ৫.৮৩।
মেহেদীর চেয়ে ১ ম্যাচ কমে খেলে ১০ উইকেট নেওয়া দুর্দান্ত ঢাকার বাঁহাতি পেসার শরীফুলের বোলিং গড় ১৪.৫০, ইকোনমি ৮.৩৬। প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ৩ উইকেট নেওয়ার পথে হ্যাটট্রিকও করেছিলেন শরীফুল। সিলেট স্ট্রাইকার্সের এনগারাভা ১৯ গড়ে নিয়েছেন ১০ উইকেট, ওভারপ্রতি রান খরচ করেছেন ৮.৫০।
বাংলাদেশের বোলারদের মধ্যে এ ছাড়া শীর্ষ দশে আছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম (৯), পেসার হাসান মাহমুদ (৭), বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান (৭) ও এখনো কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেলা পেসার খালেদ আহমেদ (৭)।