রিজওয়ানের এক ফিফটিতে দুরকম রেকর্ড
যুক্তরাষ্ট্রের পর ভারতের কাছেও হেরে টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় পড়েছে পাকিস্তান দল। সুপার এইট পর্বে খেলতে হলে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই পাকিস্তানের, সেই সঙ্গে অন্য ম্যাচের ফলগুলোও আসতে হবে তাদের পক্ষে।
নিউইয়র্কে গতকাল রাতে বাঁচা–মরার প্রথম পরীক্ষায় অবশ্য ভালোভাবেই উতরে গেছে পাকিস্তান। কানাডার দেওয়া ১০৭ রানের লক্ষ্য ৭ উইকেট আর ১৫ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলেছে তারা। পাকিস্তানের অভিজ্ঞ খেলোয়াড়দের ব্যাটিং নিয়ে অনেক সমালোচনা হলেও কাল বেশ ভালোই করেছেন অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। দ্বিতীয় উইকেটে দুজনের ৬৩ রানের জুটিই পাকিস্তানের জয়ের ভিত গড়ে দিয়েছে।
বাবর ৩৩ রানে আউট হলেও রিজওয়ান ফিফটি তুলে নিয়ে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। ৫৩ বলে অপরাজিত ৫৩ রানের ইনিংসটি খেলার পথে দুরকম রেকর্ডও গড়েছেন রিজওয়ান। এর একটি গৌরবের, অন্যটি বিব্রতকর।
আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ওপেনিংয়ে নেমে সবচেয়ে বেশি ফিফটি
আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ওপেন করতে নেমে এখন রিজওয়ানের ফিফটির সংখ্যা যৌথভাবে সর্বোচ্চ। ৩২ বছর বয়সী ব্যাটসম্যান ছুঁয়ে ফেলেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে। ওপেনিংয়ে নেমে রোহিত–রিজওয়ান দুজনেরই ফিফটি এখন ৩০টি করে।
তবে ইনিংসের হিসাব করলে রিজওয়ানই এগিয়ে। রোহিত ওপেনিংয়ে নেমে ৩০টি অর্ধশতক করেছেন ১১৮ ইনিংস খেলে, রিজওয়ানের লেগেছে ৭১ ইনিংস।
২৮ ফিফটি নিয়ে এ দুজনের পরেই আছেন বাবর আজম। এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপ শেষেই অস্ট্রেলিয়ার হয়ে এই সংস্করণকে বিদায় বলতে চলা ডেভিড ওয়ার্নার ২৭ ফিফটি নিয়ে আছেন তিনে।
আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধন করতে নেমে সবচেয়ে বেশি ৫০ বা এর বেশি রানের ইনিংস খেলেছেন তামিম ইকবাল ও লিটন দাস, দুজনেরই ৮টি করে।
টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি ফিফটি
রিজওয়ান কাল আরেকটি কীর্তিতে বাবরকে ছুঁয়েছেন। তবে এই কীর্তিটি শুধু পাকিস্তান–সংশ্লিষ্ট। টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হয়ে এখন যৌথ সর্বোচ্চ ৫টি করে ফিফটি রিজওয়ান ও বাবরের। কমপক্ষে ৪টি ফিফটি আর কারও নেই। ৩টি করে ফিফটি আছে শোয়েব মালিক ও আকমল ভাইদের (কামরান আকমল ও উমর আকমল)।
টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি ফিফটি করেছেন সাকিব আল হাসান, যার মধ্যে সর্বশেষটি সেই ২০১৬ সালে। সাকিবের ৩ ফিফটির কোনোটিতেই বাংলাদেশ জেতেনি।
টি–টোয়েন্টি বিশ্বকাপে মন্থরতম ফিফটি
কানাডার বিপক্ষে কাল ফিফটি করে আরেকটি রেকর্ড গড়েছেন রিজওয়ান। তবে আগে জানলে হয়তো এই রেকর্ড তিনি চাইতেন না! রিজওয়ান কাল অর্ধশতকে পৌঁছেছেন ৫২ বলে, যা টি–টোয়েন্টি বিশ্বকাপে মন্থরতম ফিফটি।
আগের রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের। গত শনিবার নিউইয়র্কেই নেদারল্যান্ডসের বিপক্ষে ৫০ বলে ৫০ রান পূর্ণ করেছিলেন মিলার।