দূর থেকেই সতীর্থদের উৎসাহ দিয়ে যাবেন বুমরা

বিশ্বকাপে খেলা হচ্ছে না যশপ্রীত বুমরারফাইল ছবি

চোটে পড়লেও একটা আশা ছিল—সবকিছু ঠিক হয়ে যাবে, খেলতে পারবেন টি–টোয়েন্টি বিশ্বকাপে। যশপ্রীত বুমরার মতো আশায় ছিল ভারতের টিম ম্যানেজমেন্ট, আশায় ছিলেন দলটির সমর্থকেরাও। শেষ পর্যন্ত সবার আশা রূপ নিয়েছে হতাশায়, নিশ্চিত হয়ে গেছে বিশ্বকাপে খেলতে পারবেন না বুমরা। এটা জানার পর, হতাশায় যেন চুপ মেরে গিয়েছিলেন ভারতের ফাস্ট বোলার।

অবশেষে বিষয়টি নিয়ে কথা বলেছেন বুমরা। টুইট করে জানিয়েছেন নিজের মনের অবস্থা, ‘এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের অংশ হতে না পেরে আমি হতাশ।’

বুমরা চোটে পড়ার পরপরই নানা মহল থেকে তাঁকে শুভকামনা জানাতে শুরু করে সবাই। মানুষের ভালোবাসার সেই বার্তা দেখে আপ্লুত বুমরা সবাইকে জানিয়েছেন ধন্যবাদ, ‘আমাকে ভালোবেসে যাঁরা শুভকামনা জানিয়েছেন এবং পাশে থাকার বার্তা পাঠিয়েছেন, তাঁদের জন্য ধন্যবাদ।’

হতাশ হয়ে পড়েছেন বুমরা
বিসিসিআই

দেশের হয়ে বিশ্বকাপ খেলতে পারবেন না বলে হতাশ। তবে দূর থেকেই অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ খেলতে যাওয়া সতীর্থদের প্রেরণা জুগিয়ে যাওয়ার কথা বললেন বুমরা, ‘অস্ট্রেলিয়ায় খেলতে যাওয়া দলকে আমি উৎসাহ দিয়ে যাব।’

লম্বা সময় ধরেই পিঠের চোটে ভুগছেন বুমরা। ইংল্যান্ডের বিপক্ষে খেলার পর তাঁকে বিশ্রাম দেওয়া হয় জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। এরপর এশিয়া কাপেও এই পেসারকে বাইরে রাখতে হয়। দলে ফিরেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগে ফের চোটে পড়েন এই পেসার।

এরপরই বুমরার বিশ্বকাপ খেলা নিয়ে তৈরি হয় শঙ্কা। বিসিসিআইয়ের এক কর্মকর্তা ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে সেই সময়ই বলেছিলেন, বিশ্বকাপে বুমরার খেলতে না পারার শঙ্কা আছে।

তবে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী অবশ্য তখনো আশায় ছিলেন। বলেছিলেন, বুমরার বিশ্বকাপ খেলার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। তবে সৌরভের সে আশা পূরণ হয়নি।

গতকাল বিসিসিআইয়ের পক্ষ থেকে বুমরার বিশ্বকাপ শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বিসিসিআই লিখেছে, ‘বুমরা টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলবে না, এটা নিশ্চিত।’

বুমরা না থাকায় এখন রিজার্ভ দলে থাকা মেহাম্মদ শামি কিংবা দীপক চাহারের মধ্যে একজনকে বেছে নিতে পারে ভারত দল। তবে অনেকে মোহাম্মদ সিরাজকে বিবেচনা করার কথাও বলছেন।

আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকা সিরিজেও বুমবার বিকল্প হিসেবে সিরাজকে নেওয়া হয়েছিল। অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন বলেছেন, ‘যশপ্রীত বুমরা না থাকলে যে খেলোয়াড়টিকে আমি রাখতে চাইব সে হচ্ছে সিরাজ।’

তবে বুমরার অভাব পূরণ করা সম্ভব নয় বলে মনে করছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। ভারতের সংবাদমাধ্যম ‘মিড ডে’তে গাভাস্কার লিখেছেন, ‘বিশ্বকাপে বুমরার অনুপস্থিতি ভারতকে যথেষ্ট ক্ষতি করবে। সব খেলোয়াড়ের প্রতি সম্মান রেখে বলছি, ভারতীয় দলে এমন আর কোনো খেলোয়াড় নেই, যার অনুপস্থিতি বুমরার চেয়ে বেশি অনুভূত হবে।’