বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন রিস টপলি

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের আগে অনুশীলনের সময়ে অ্যাঙ্কেলে চোট পান টপলিছবি: রয়টার্স

এ যেন চোটের মিছিল। শ্রীলঙ্কার দিলশান মাদুশঙ্কা ও দুষ্মন্ত চামিরার পর এবার ইংল্যান্ডের রিস টপলি। বিশ্বকাপের সুপার টুয়েলভ শুরু হওয়ার আগেই ছিটকে গেলেন আরও একজন পেসার। সোমবার ব্রিসবেনে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের আগে অনুশীলনের সময়ে অ্যাঙ্কেলে চোট পান টপলি। সে চোটই কাল হলো এই পেসারের জন্য।

গতকাল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) এক মুখপাত্র জানিয়েছিলেন, টপলিকে এ সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে। তবে স্ক্যান রিপোর্টে দেখা যায়, অস্ত্রোপচারই লাগবে টপলির। শুধু বিশ্বকাপ নয়, টপলির মাঠের বাইরে থাকতে হতে পারে আরও অনেক দিন। এ ব্যাপারে অবশ্য এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ইসিবি।

ক্যারিয়ারজুড়ে চোটের সঙ্গে লড়াই করা টপলি চলতি বছরে দারুণ ছন্দে ছিলেন। চলতি বছর ক্রিকেটের ছোট সংস্করণে নিয়েছেন ১৭ উইকেট। ওয়ানডে ক্রিকেটে নিয়েছিলেন ৭ ম্যাচে ১৩ উইকেট। বিশ্বকাপেও ইংল্যান্ডের নিয়মিত একাদশে থাকার ভালো সম্ভাবনা ছিল তাঁর।
টপলির বদলে ইংল্যান্ড দলে নিতে পারে আরেক বাঁহাতি পেসার টাইমাল মিলসকে। ইংল্যান্ডের বিশ্বকাপ দলের স্ট্যান্ডবাইয়ে আছেন রিচার্ড গ্লিসনও।

আরব–আমিরাতে সর্বশেষ টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন মিলস
ছবি: এএফপি

আরব–আমিরাতে সর্বশেষ টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন মিলস। সে আসরে ১৫.৪২ গড় ও ৮ ইকোনমি রেটে ৪ ম্যাচে ৮ উইকেট নিয়েছিলেন এই পেসার। তবে চোটের কারণে ৪ ম্যাচ খেলেই দেশে ফিরতে হয় তাঁকে। তাঁর বদলি হিসেবে সে বিশ্বকাপে সুযোগ পেয়েছিলেন টপলি।

আরও পড়ুন

এ ছাড়া অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলার অভিজ্ঞতাও আছে বাঁহাতি এই পেসারের। বিগ ব্যাশে ব্রিসবেন হিট, হোবার্ট হ্যারিকেনের মতো দলে খেলেছেন তিনি। তবে চোটের কারণে গত আগস্টের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি তার। ইংল্যান্ডের হয়ে মিলস এখন পর্যন্ত খেলেছেন ১৩ ম্যাচ, নিয়েছেন ১২ উইকেট।

আরও পড়ুন