আইসিসি র‍্যাঙ্কিং: ১৪ ধাপ এগিয়েছেন নাজমুল, ফিরেই চমক পন্তের

বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন (বাঁয়ে) ও ভারতের উইকেটকিপার–ব্যাটসম্যান ঋষভ পন্তএএফপি, বিসিসিআই

ভারত সফরে চেন্নাই টেস্টে বাংলাদেশ বিশাল ব্যবধানে হারলেও ব্যাটে ও বলে আলো ছড়িয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন ও পেসার হাসান মাহমুদ। তাঁদের সেই উন্নতির ছাপ পড়েছে র‍্যাঙ্কিংয়েও।

সেই টেস্ট দিয়েই প্রায় ২ বছর পর এই সংস্করণে ফিরেছেন ঋষভ পন্ত। ভারতের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে ঢুকে গেছেন এই উইকেটকিপার–ব্যাটসম্যান।

আজ বুধবার নিজেদের ওয়েবসাইটে সর্বশেষ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। সেখানে আরেকটি বড় চমক রহমানউল্লাহ গুরবাজ। আফগানিস্তানের এই ওপেনার প্রথমবারের মতো ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে উঠে এসেছেন।

রহমানউল্লাহ গুরবাজ প্রথমবারের মতো ব্যাটসম্যানদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে উঠে এসেছেন
এসিবি

আরেক আফগান তারকা রশিদ খানও দারুণ উন্নতি করেছেন। এই লেগ স্পিনার এখন টি–টোয়েন্টির মতো ওয়ানডে র‍্যাঙ্কিংয়েরও তৃতীয় শীর্ষ বোলার।

চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ২০ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৮২ রানের ইনিংস খেলেন নাজমুল, যা ছিল ১০ ইনিংস পর তাঁর প্রথম টেস্ট ফিফটি। সেই ইনিংসের সুবাদে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ১৪ ধাপ এগিয়ে ৪৮ নম্বরে উঠেছেন বাংলাদেশ অধিনায়ক। ব্যাটিংয়ে সাকিব আল হাসান ১ ধাপ এগিয়ে আছেন ৪৩ নম্বরে।

আরও পড়ুন

পাকিস্তানে ঐতিহাসিক সফরে দুর্দান্ত ব্যাটিং করা লিটন দাস ও মুশফিকুর রহিম হতাশ করেছেন চেন্নাই টেস্টে। সেটার নেতিবাচক প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়ে। ৫ ধাপ পিছিয়ে ২০ নম্বরে নেমে গেছেন লিটন। মুশফিক ৬ ধাপ পিছিয়ে অবস্থান করছেন ২৩ নম্বরে।

হাসান মাহমুদও র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন
বিসিসিআই

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে বড় অবদান রাখেন হাসান। ২৪ বছর বয়সী এই পেসার রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে নেন ৫ উইকেট। ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টের প্রথম ইনিংসেও নেন ৫ উইকেট। বোলারদের টেস্ট র‍্যাঙ্কিংয়ে তিনি এগিয়েছেন ৫ ধাপ; উঠে এসেছেন ৪৪ নম্বরে। হাসান ছাড়াও টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন নাহিদ রানা (৭৮) ও তাসকিন আহমেদ (৬৩)।

দুই স্পিনার সাকিব ও মেহেদী হাসান মিরাজ অবশ্য পিছিয়েছেন। এক ধাপ পিছিয়ে ২২ নম্বরে মিরাজ আর ৬ ধাপ নিচে নেমে সাকিব এখন ৩৩ নম্বরে। টানা ৩ টেস্টে একাদশের বাইরে থাকা তাইজুল ইসলাম এক ধাপ পিছিয়ে ১৯ নম্বরে অবস্থান করছেন।

টেস্টে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষ দুইয়ে আছেন চেন্নাই টেস্টে ব্যাটে–বলে বাংলাদেশকে ভোগানো রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন।

আরও পড়ুন

এদিকে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরিতে টেস্ট ক্রিকেটে নিজের প্রত্যাবর্তন রাঙানোর পর আইসিসি র‍্যাঙ্কিংয়ে জায়গা ফিরে পেয়েছেন ঋষভ পন্ত। চমক দেখিয়ে জায়গা করে নিয়েছেন ৬ নম্বরে। ২০২২ সালের ডিসেম্বরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যাওয়ার আগে বাংলাদেশের বিপক্ষেই সর্বশেষ টেস্ট খেলেছিলেন পন্ত। তখন ৭৯৭ রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিয়ার–সেরা ৫ নম্বরে ছিলেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফগানিস্তানের জেতা ওয়ানডে সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন রশিদ খান
এসিবি

ক্রিকেট বিশ্বের নতুন ‘জায়ান্ট কিলার’ তকমা পাওয়া আফগানিস্তান কদিন আগেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে। একটি করে সেঞ্চুরি ও ফিফটিতে সেই সিরিজের শীর্ষ রানসংগ্রাহক ছিলেন গুরবাজ। ১০ ধাপ এগিয়ে তিনি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে উঠে এসেছেন আটে। ওই সিরিজে ২ ম্যাচ খেলেই ৭ উইকেট নেন রশিদ খান। ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে তিনিও এগিয়েছেন ৮ ধাপ। বর্তমানে তিনি আছেন ৩ নম্বরে।