বাংলাদেশ দলে খেলতে হলে জানতে হবে ‘টাইগার্স কোড’

দুই হাতের তালু এক করে প্রণামের ভঙ্গি করলেন চন্ডিকা হাথুরুসিংহে। তারপর হাতজোড়া কপালের দিকে তুললেন। যেন সত্যি সত্যি প্রণাম জানাচ্ছেন কাউকে।

আসলে তা নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে যাওয়ার দু–তিন দিন আগে বাংলাদেশ দলের কোচের সঙ্গে কথা হচ্ছিল বিসিবি কার্যালয়ের করিডরে। তারই এক পর্যায়ে বিশেষ একটা কিছু বোঝাতে শ্রীলঙ্কান কোচের ওই ভঙ্গি। আলোচনার বিষয় ছিল দ্য টাইগার্স কোড

দ্য টাইগার্স কোড কয়েক পাতার একটি ছোট পুস্তিকা, যেটিকে বলতে পারেন বাংলাদেশ দলের মূলমন্ত্র। গত ভারত বিশ্বকাপের আগে গুয়াহাটিতে প্রস্তুতি ম্যাচ ছিল বাংলাদেশের। সেখানেই একদিন হোটেলের মিটিং রুমে ছোটখাটো অনুষ্ঠান করে প্রত্যেক খেলোয়াড়ের হাতে তুলে দেওয়া হয় সবুজ মলাটের বইটি। সবার বোঝার সুবিধার্থে বাংলা ও ইংরেজি—দুই ভাষাতেই আছে টাইগার্স কোড

আরও পড়ুন

বিশ্বকাপে দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সেটি তুলে দেন অধিনায়ক সাকিব আল হাসানের হাতে। সাকিবের হাত থেকে নিয়েছেন দলের অন্যরা। একজন করে ক্রিকেটার টাইগার্স কোড নিয়েছেন আর সতীর্থরা হাততালি দিয়ে তাঁকে অভিনন্দিত করেছেন।

এর পর থেকে যে খেলোয়াড়ই বাংলাদেশ দলে প্রথম আসছেন, তাঁর হাতে তুলে দেওয়া হচ্ছে টাইগার্স কোড বইটি। যেন দলে এসেই সবাই জেনে নিতে পারেন তাঁর কাছে চাওয়া, দলের মূল্যবোধ, দলে তাঁর দায়িত্ব ও কর্তব্য।

এমন নয় যে টাইগার্স কোড–এ থাকা বিষয়গুলো আগে দলের মধ্যে ছিল না। খেলোয়াড়েরা যে আনুগত্য, বিশ্বাস আর লক্ষ্য নিয়ে দলের হয়ে খেলতেন, টাইগার্স কোড–এর মোড়কে সেগুলোকে লিখিতরূপে নিয়ে আসার উদ্দেশ্য, সেই চিন্তার ছাপটা সব খেলোয়াড়ের মনে একই রকমভাবে ফেলা। দলের পক্ষে বইটি নতুন আসা ক্রিকেটারদের হাতে তুলে দেন অধিনায়ক, কোচ বা জ্যেষ্ঠ কোনো সদস্য। তাঁদের বুঝিয়েও দেন কী আছে এই বইয়ে।

আরও পড়ুন

টাইগার্স কোড–এ আছে মূলত তিনটি বিষয়—মিশন স্টেটমেন্ট (লক্ষ্য), ভিশন স্টেটমেন্ট (অঙ্গীকার) ও আওয়ার প্লেজ (আমাদের অঙ্গীকার)। মিশন স্টেটমেন্টের মূলকথা—নিজেকে জানো, নিজের সামর্থ্যের ওপর বিশ্বাস রাখো, নিজের দলকে চেনো, দলকে সব সময় সর্বোচ্চ সমর্থন দিয়ে যাও।

মিশন স্টেটমেন্ট অনুযায়ী বাংলাদেশ দলের লক্ষ্য তিন সংস্করণের ক্রিকেটেই সেরা তিন দলের মধ্যে থাকা। এতে বলা হয়েছে, দলের সদস্যরা যেন নিজের শক্তি, দৃষ্টিভঙ্গি ও চিন্তাভাবনা নিয়ে একে ওপরের সঙ্গে খোলামনে কথা বলেন। প্রতিদিন মাঠে তাঁরা সেরাটা দেবেন, যাতে বাংলাদেশ দল তিন সংস্করণেই সেরা তিন দলের মধ্যে থাকতে পারে।

টাইগার্স কোডে সবার আগে আছে দল এবং সব সময় দলের প্রতি সৎ, অনুগত ও বিশ্বস্ত থাকার কথা
প্রথম আলো

ভিশন স্টেটমেন্টে নতুন আসা খেলোয়াড়দের আটটি বিষয়ে অঙ্গীকার করতে বলা হয়েছে। সবার আগে আছে দল এবং সব সময় দলের প্রতি সৎ, অনুগত ও বিশ্বস্ত থাকার কথা। জীবনের প্রতিটি ক্ষেত্রে নিয়মশৃঙ্খলা মানা এবং প্রতিটি ক্ষেত্রেই একটা লক্ষ্য বা উদ্দেশ্য রাখা।

এতে বলা হয়েছে, ‘দলই সবার আগে’ মন্ত্রে উজ্জীবিত হয়ে গভীর মনোযোগ আর ইচ্ছাশক্তি দিয়ে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। যেকোনো দলীয় সিদ্ধান্তের ক্ষেত্রে সবাই যেন তাঁদের জ্ঞান ও অভিজ্ঞতা নিয়ে এগিয়ে আসেন। যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে একজন আরেকজনকে সমর্থন দেন, দলীয় সাফল্যও উদ্‌যাপন করতে হবে একসঙ্গে। সবার সম্মিলিত চেষ্টা থাকবে সর্বোচ্চ শক্তি ও সামর্থ্য দিয়ে প্রতিনিয়ত উন্নতি করে যাওয়া, যেটা পরিমাপও করা যাবে।

আরও পড়ুন

আওয়ার প্লেজ অংশের মূল প্রতিপাদ্য, পুরো দলকে একই মূল্যবোধে উজ্জীবিত করা। সততা আর আনুগত্যকেই বলা হয়েছে দলের মূল মূল্যবোধ। সে অনুযায়ী একনিষ্ঠ মনোযোগ আর তীব্র আকাঙ্ক্ষা নিয়ে লক্ষ্যে পৌঁছানোর অভিজ্ঞতার আলোয় দলকে আলোকিত করতে হবে। পারস্পরিক সুসম্পর্ক ও সম্পর্কের গভীরতা দিয়ে হবে সাফল্যের উদ্‌যাপন। দৃশ্যমান উন্নতির চেষ্টা ধরে রাখতে হবে সামর্থ্যের শেষ বিন্দু দিয়ে।

সাকিব আল হাসানের হাতে টাইগার্স কোড তুলে দিচ্ছেন খালেদ মাহমুদ
বিসিবি

হাথুরুসিংহের মস্তিষ্কপ্রসূত টাইগার্স কোড বই আকারে করার ধারণা মূলত বিসিবির মিডিয়া ও যোগাযোগ বিভাগের সিনিয়র ম্যানেজার রাবীদ ইমামের। তিনি বলেছেন, ‘সবাই যেন এই বিষয়গুলো নিজের মধ্যে ধারণ করতে পারে এবং বুঝতে পারে তাদের কাছে প্রত্যাশাটা কী, সে জন্যই এটা দেওয়া। প্রত্যেকে এই বইটা নিজের সঙ্গে রাখে। এটা ক্রিকেটের বাইরের জীবনেও তাদের সামনের দিকে এগিয়ে নেবে।’

টাইগার্স কোড হাতে পাওয়ার কিছু দিন পর ক্রিকেটার সৌম্য সরকার বলেছেন, ‘বইটা সবসময় সঙ্গে রাখি। সুযোগ পেলেই পড়ার চেষ্টা করি। কিভাবে সামনে এগুবো, সেটা জানতে এটা সব ক্রিকেটারের জন্য একটা গাইডলাইন হতে পারে।’

কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাছে, ‘এটা শুধু গুরুত্বপূর্ণই নয়, দলে এ রকম কিছু থাকাটা অপরিহার্য।’ এ কারণেই তাঁর ও রকম প্রণামের ভঙ্গিতে বলা, ‘অনেক সময় দলের চেয়েও কেউ কেউ বড় হয়ে যায়। অন্যরাও তাকে সেভাবে দেখতে শুরু করে। কিন্তু সবার আগে দল। দলের চেয়ে বড় কেউ নয়। কোচ, খেলোয়াড়েরা আসবে–যাবে; দল তার মূল্যবোধ আর লক্ষ্য নিয়ে থেকে যাবে তার জায়গায়।’

ভবিষ্যতের ক্রিকেটারদের হাতে সেই মূল্যবোধের ব্যাটন ধরিয়ে দিতেই দ্য টাইগার্স কোড