ডোপিংয়ের দায়ে ডিকভেলা নিষিদ্ধ

নতুন বিতর্কে ডিকভেলাএএফপি

ডোপিং আইনভঙ্গের দায়ে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হয়েছেন শ্রীলঙ্কার উইকেটকিপার-ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা। অধিকতর তদন্ত চলমান অবস্থায় ৩১ বছর বয়সী এই খেলোয়াড় কোনো ধরনের ক্রিকেটে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

সম্প্রতি শেষ হওয়া লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএলে) সময় পরিচালিত ডোপিং পরীক্ষায় উতরাতে পারেননি ডিকভেলা, যা বৈশ্বিক অ্যান্টিডোপিং নীতিমালার পরিপন্থী।

এসএলসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিকভেলার নিষেধাজ্ঞার খবর জানিয়ে বলা হয়, ২০২৪ এলপিএলের সময় শ্রীলঙ্কা অ্যান্টিডোপিং এজেন্সি (এসএলএডিএ) ডোপিং পরীক্ষা চালিয়েছিল, ‘এই উদ্যোগ নেওয়া হয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতা এবং ওয়ার্ল্ড অ্যান্টিডোপিং এজেন্সির নীতিমালা অনুসারে, যা ক্রিকেটকে নিষিদ্ধ বস্তুমুক্ত নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে।’

ডিকভেলা এলপিএলে গল মারভেলসের অধিনায়ক ছিলেন। ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা ডিকভেলা সর্বশেষ ম্যাচ খেলেছেন গত বছরের মার্চে। চলতি বছরের শুরুর দিকে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে থাকলেও খেলার সুযোগ পাননি।

আরও পড়ুন

এবারের আগেও শৃঙ্খলাজনিত কারণে শাস্তি পেয়েছিলেন ডিকভেলা। ২০২১ সালে করোনা মহামারির মধ্যে ‘বায়ো-বাবল’ প্রটোকল ভেঙে নিষিদ্ধ হয়েছিলেন তিনি। ডিকভেলা এখন পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে ৫৪ টেস্ট, ৫৫ ওয়ানডে এবং ২৮ টি-টোয়েন্টিতে খেলেছেন।