৮ হাজারে বাংলাদেশের প্রথম তামিম

স্বীকৃত টি–টোয়েন্টিতে ৮ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তামিম ইকবালপ্রথম আলো ফাইল ছবি

রংপুর রাইডার্সের অফ স্পিনার মেহেদী হাসানের করা পঞ্চম ওভারের শেষ বলটিকে স্ট্রেইট ড্রাইভে চার মেরেই মাইলফলকটি পেরোলেন ফরচুন বরিশালের তামিম ইকবাল। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৮ হাজার রানের মাইলফলক। বাংলাদেশের প্রথম ও বিশ্বের ৩৪তম ব্যাটসম্যান হিসেবেই ২০ ওভারের ক্রিকেটে ৮ হাজার রান করলেন তামিম।

তামিম আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফরচুন বরিশাল-রংপুর রাইডার্স ম্যাচটি শুরু করেছিলেন ৭৯৯১ রান নিয়ে। মেহেদীর করা প্রথম ওভারে ছয় বল খেলে একটি রানও করতে না পারা বাঁহাতি ওপেনার প্রথম রানটি পান পরের ওভারে। চার ওভার শেষে ১২ বলে ৪ রান করা তামিম পঞ্চম ওভারের চতুর্থ বলে বাউন্ডারি মেরে ক্যারিয়ার রানটাকে নিয়ে যান ৭৯৯৯-এ। ২ বল পর মাইলফলক ছোঁয়া সেই বাউন্ডারি।

আরও পড়ুন

মাইলফলক ছোঁয়ার ম্যাচে তামিম আউট হয়েছেন ৩৪ বলে ৪০ রান করে। তাঁর দল করেছে ৫ উইকেটে ১৯৭ রান।

তামিম ৮ হাজার রানের মাইলফলক ছুঁলেন ২৭২ ম্যাচ ও ২৭১ ইনিংস খেলে। এই সংস্করণে ৪টি সেঞ্চুরি করা ব্যাটসম্যানের মোট রান এখন ৮০৩১। ৩২.৯১ গড়ে এই রান করা তামিমের স্ট্রাইক রেট ১২১.২৭।

তামিম টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান করেছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে—১৭০১। দ্বিতীয় সর্বোচ্চ ৯৭৭ রান বরিশালের হয়ে। টুর্নামেন্টের হিসেবে বিপিএলেই সবচেয়ে বেশি রান তামিমের—৩৫৮৩। দ্বিতীয় সর্বোচ্চ ৬০৫ রান পিএসএলে।

স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তামিমের পর দ্বিতীয় সর্বোচ্চ ৭৪৩৮ রান সাকিব আল হাসানের। ৬০৯০ রান নিয়ে তিনে মাহমুদউল্লাহ।

স্বীকৃত টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বেশি রান ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের—১৪৫৬২।

আরও পড়ুন