বিশ্বকাপটা রোহিতের প্রাপ্য, বললেন হাফিজ

রোহিত শর্মার বিশ্বকাপ ট্রফি প্রাপ্য, বলেছেন মোহাম্মদ হাফিজএএফপি

কী অসাধারণ ক্যারিয়ার! দুনিয়ার অন্যতম সেরা ব্যাটসম্যান। সীমিত ওভারের ক্রিকেট, নির্দিষ্ট করে বললে টি–টোয়েন্টিতে ভয়ংকর ব্যাটসম্যানদের একজন। অথচ ভারতের হয়ে রোহিত শর্মারই কোনো বিশ্বকাপ ট্রফি নেই। কি ওয়ানডে, কি টি–টোয়েন্টি, বিশ্বকাপটা কিছুতেই ছুঁয়ে দেখা হচ্ছে না তাঁর। ভারতের অধিনায়ক হিসেবে আরব আমিরাতে ২০২১ সালে টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেই যেতে পারেননি। অস্ট্রেলিয়ায় ২০২২ সালে সেমিফাইনালে গিয়েও পারেননি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও একই অবস্থা। ভারত একটি ম্যাচেই হারল, সেটি ফাইনাল। পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ মনে করেন, এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপ যদি কারও সত্যিকারের প্রাপ্য হয়, সেটি রোহিত শর্মার।

ভারতকে টি–টোয়েন্টি বিশ্বকাপে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা
আইসিসি

সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে অসাধারণ এক ইনিংস খেলেছেন রোহিত। ৪১ বলে ৯২ রানের ইনিংসটি হাফিজের খুব মনে ধরেছে। ৭টি বাউন্ডারি ও ৮টি ছক্কায় সাজানো ইনিংসটিকে হাফিজ তাঁর দেখা কোনো অধিনায়কের অন্যতম সেরা ইনিংসের স্বীকৃতি দিয়েছেন, ‘ওটা পুরোপুরি রোহিত শো ছিল। আমরা কোনো অধিনায়কের কাছ থেকে অন্যতম সেরা ইনিংস দেখলাম। অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার যে ব্যাপারটি, সেটি পুরোপুরিই ছিল এই ইনিংসে। রোহিতের সামর্থ্য নিয়ে কারও কোনো সন্দেহ থাকারই কথা নয়। সে একটা জিনিসই পরিবর্তন করেছে তাঁর ব্যাটিংয়ে, সেটি হচ্ছে সে ব্যাটিংটা করে স্বার্থহীনভাবে। ম্যাচে যেভাবে সে সম্পৃক্ত থাকে, সেটি দুর্দান্ত। সে ক্রিকেটের অন্যতম গ্রেট।’

মোহাম্মদ হাফিজ মুগ্ধ রোহিত শর্মার ব্যাটিং, অধিনায়কত্বে
পিসিবি

বাটস্পোর্টস টিভিতে হাফিজ রোহিতের বিশ্বকাপ জয় নিয়ে বলেছেন, ‘তাঁর ব্যাটিংয়ের সবচেয়ে চমৎকার দিক হচ্ছে, সে কোনো প্রকার মাইলফলক বা অর্জনকে পাত্তা দেয় না। সে নিজেই বলেছে ফিফটি বা সেঞ্চুরি এখন তাঁর মধ্যে কোনো অনুভূতির সৃষ্টি করে না। সে বিশ্বকাপ জিততে চায়। সে এমন কিছু অর্জন করতে চায়, যাতে সবাই তাঁকে মনে রাখবে।’

রোহিতের বিশ্বকাপ জয় নিয়ে হাফিজের কথা, ‘রোহিত হচ্ছে একমাত্র ক্রিকেটার বিশ্বকাপ যাঁর প্রাপ্য।’

আগামীকাল টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে রোহিতের ভারত।