ব্রডের সব বিদায়েই ছিলেন মঈন
মঈন আলী তো অবসরে চলেই গিয়েছিলেন এ সংস্করণ থেকে। জ্যাক লিচের চোটে অবসর ভেঙে ফিরলেন, এই সিরিজ শেষে আবারও অবসরে চলে যাওয়ার সম্ভাবনা জোরাল। ওভালে তাই হয়তো ক্যারিয়ারের ‘শেষ’ টেস্টটি খেলছেন মঈনও। সেটির আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, তবে স্টুয়ার্ট ব্রডের অবসরের ঘোষণায় নিশ্চিত হয়েছে একটি চক্রপূরণে মঈনের থাকাও। ব্রডের তিন সংস্করণের বিদায়ী ম্যাচেই খেললেন মঈন।
অস্ট্রেলিয়ানরা গার্ড অব অনারের মধ্য দিয়ে জেমস অ্যান্ডারসনকে সঙ্গী করে আজ শেষবার টেস্টে ব্যাটিং করতে নেমেছিলেন ব্রড। গতকাল পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ব্রড, ওভালে তাই বেশ আবেগপ্রবণ এক মুহূর্তই এসেছিল। দুজনের জুটি খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি, এরপর ব্রডরা নেমেছেন বোলিংয়ে। চোটের কারণে গতকালও মাঠে না থাকা মঈন ফিট হয়ে উঠেছেন, দশম ওভারে বোলিংয়েও এসেছেন এই অফ স্পিনার।
২০১৬ সালে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে খেলেছিলেন ব্রড। ২০১৫ সালের বিশ্বকাপের পর বাদ পড়েছিলেন, প্রায় এক বছর পর ওই সিরিজে ফিরেছিলেন দুই ম্যাচের জন্য। এরপর আর সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি ব্রডকে।
ওই ওয়ানডেতে খেলা ইংলিশ খেলোয়াড়দের মধ্যে ব্রড ও মঈন ছাড়াও ওভাল টেস্টে আছেন আরও তিনজন—জো রুট, বেন স্টোকস, ক্রিস ওকস। তবে মঈন ছাড়া তাঁদের কেউই ২০১৪ সালে চট্টগ্রামে টি-টোয়েন্টি বিশ্বকাপের ওই ম্যাচে ছিলেন না।
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজ সিংয়ের কাছে ছয় ছক্কা খাওয়া ব্রডের ক্যারিয়ারই হুমকির মুখে পড়ে গিয়েছিল। তবে পরবর্তী সময়ে এ সংস্করণে ইংল্যান্ডের অধিনায়ক হয়েছিলেন ব্রড। দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্বও দেন তাদের।
২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপেও ইংল্যান্ডের নেতৃত্বে ছিলেন ব্রড। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হয়েছিল ইংল্যান্ডের সেবারের বিশ্বকাপ, যেটিতে তারা হেরেছিল ৪৫ রানে। ব্রডের ক্যারিয়ারে শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি হয়ে আছে সেটিই। সে ম্যাচেও ব্রডের সঙ্গে খেলেছিলেন মঈন, সে বছরই এ সংস্করণে যাঁর অভিষেক হয়েছিল।
অ্যাশেজ দিয়ে পেশাদার ক্রিকেটকে বিদায় বলবেন বলে ব্রডের শেষ স্বীকৃত ম্যাচ হয়ে থাকছে ওভাল টেস্ট। আন্তর্জাতিক পর্যায়ে না খেললেও ২০১৭ সাল পর্যন্ত নটিংহামশায়ারের হয়ে সীমিত ওভারের ক্রিকেট খেলেছেন ব্রড। তাঁর শেষ লিস্ট ‘এ’ ম্যাচটি ছিল সে বছরের জুলাইয়ে, লর্ডসে সারের বিপক্ষে।
ব্রডের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অবশ্য ইংল্যান্ডের বাইরে। টি-টোয়েন্টি ব্লাস্টের বাইরেও ব্রড খেলেছিলেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে। ২০১৬-১৭ মৌসুমে হোবার্ট হারিকেনসের হয়ে খেলেছিলেন তিনি, ২০১৭ সালের জানুয়ারিতে পার্থ স্কর্চার্সের বিপক্ষে শেষ স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচটি খেলেন ব্রড।