২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

দ্বিতীয় টেস্টের আগে বাদ দেওয়া ক্রিকেটারদের ফেরাল পাকিস্তান

নিজের অভিষেক টেস্টে ১১ উইকেট নিয়েছিলেন আবরার আহমেদএএফপি

বাংলাদেশ পাকিস্তান ২ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টি শুরু হবে আগামী ৩০ আগস্ট। এর আগে স্পিনার আবরার আহমেদ, ব্যাটসম্যান কামরান গুলাম ও পেস বোলিং অলরাউন্ডার আমের জামালকে দলে ফিরিয়েছে পাকিস্তান।

আবরার ও কামরান দুজনকে প্রথম টেস্ট শুরুর তিন দিন আগে টেস্ট স্কোয়াড থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। পাকিস্তান শাহিনসের হয়ে চার দিনের ম্যাচ দুজনই খেলেছেন বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে।

অন্যদিকে জামালের বিষয়টি চোট সংক্রান্ত। ২৮ বছর বয়সী জামালকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে রাখা হয়েছিল ফিট হয়ে ওঠা সাপেক্ষে। পুরোপুরি সেরে না ওঠায় প্রথম টেস্টের আগে তাকে সিরিজ থেকে সরিয়ে নেওয়ার কথা জানায় পাকিস্তান।

দলে ফিরেছেন আমের জামাল
এএফপি

তবে প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ১০ উইকেট হারের পর পরিস্থিতি অনেকটা পাল্টে গেছে। এই বোলিং অলরাউন্ডারকে আবারও দলে আনা হয়েছে। তবে এখনো তাঁর দ্বিতীয় টেস্টে খেলা নিশ্চিত নয়। তাঁর খেলা নির্ভর করে তার ফিটনেসের ওপরেই। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে ওয়ারউইকশায়ারের হয়ে খেলার সময় পিঠের চোটে পড়েন এ ডানহাতি পেসার।

আরও পড়ুন

প্রথম টেস্ট চলাকালীন বাবা হয়েছেন শাহিন শাহ আফ্রিদি। গুঞ্জন ছিল ৩০ আগস্ট রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে না-ও খেলতে পারেন পাকিস্তানি এই পেসার। তবে প্রথম টেস্ট শেষে ছুটিতে যাওয়া আফ্রিদি আবারও দলের সঙ্গে যোগ দিয়েছেন।

প্রথম টেস্টে স্পিনার না রেখে বাংলাদেশের বিপক্ষে সর্বাত্মক পেস আক্রমণ নিয়ে খেলেছে পাকিস্তান। যার ফল মোটেই ভালো হয়নি।  এ নিয়ে দলের সমালোচনায় মত্ত পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। দ্বিতীয় টেস্টে তাই দেখা যেতে পারে স্পিনার আবরারকে। এই মাঠে আবরারের রেকর্ডও দারুণ ঘরোয়া ক্রিকেটে এখানে ৫টি প্রথম শ্রেণির ম্যাচে আবরারের উইকেট ৪০টি। গড় মাত্র ১৭.২৫।  

পাকিস্তান স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, কামরান গুলাম, খুররাম শাহজাদ, মির হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, আমের জামাল।

আরও পড়ুন