২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ত্রিদেশীয় সিরিজে খেলা হচ্ছে না মিচেলের

নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ড্যারিল মিচেলছবি: এএফপি

হ্যাগলি ওভালে বাংলাদেশ–পাকিস্তান যখন ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি, নিউজিল্যান্ড দল তখন লিংকনে অনুশীলনে ব্যস্ত। আর সেই সেই অনুশীলনে হাতে চোট পেয়েছেন ডানহাতি ব্যাটসম্যান ড্যারিল মিচেল।

এক্স–রেতে চোটাঘাত গুরুতর দেখা যাওয়ায় ত্রিদেশীয় সিরিজ থেকে সরিয়ে ফেলা হয়েছে তাঁকে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিউজিল্যান্ডের ফিজিও থিও কাপাকোলাকিস জানিয়েছেন, এক্স–রেতে মিচেলের ডান হাতের কনে আঙুলে ফাটল ধরা পড়েছে। সুস্থ হতে অন্তত দুই সপ্তাহ সময় দরকার।

চলমান ত্রিদেশীয় সিরিজ শেষ হবে ১৪ অক্টোবর। নিশ্চিতভাবেই বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে সবকটি ম্যাচ মিস করবেন তিনি।

শঙ্কা দেখা দিয়েছে তাঁকে বিশ্বকাপে পাওয়া নিয়েও।

১৫ অক্টোবর অস্ট্রেলিয়ায় যাবে নিউজিল্যান্ড। সাত দিন পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ।

নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, বিশ্বকাপে মিচেলকে পাওয়া যাবে কি না, সেই সিদ্ধান্ত নিতে কিছুদিন সময় লাগবে, ‘ক্রিকেটের রোমাঞ্চকর একটি পর্বের আগমুহূর্তে মিচেলের চোটের ব্যাপারটি সত্যিই অস্বস্তিকর। আমাদের টি–টোয়েন্টি দলে সে খুবই গুরুত্বপূর্ণ অংশ। ত্রিদেশীয় সিরিজে ওর অলরাউন্ড দক্ষতাকে মিস করব আমরা। বিশ্বকাপের প্রথম ম্যাচ শুরু হতে বাকি দুই সপ্তাহ। ওর সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া ও সময় বিবেচনা করে একটা সিদ্ধান্ত নিতে হবে।’

মিচেলের বদলে ত্রিদেশীয় সিরিজের দলে কে খেলবেন, এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ড বোর্ড থেকে জানানো হয়নি।

ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ড তাদের প্রথম ম্যাচটি খেলবে আগামীকাল, প্রতিপক্ষ পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ রোববার।