ইউনিসকে ছোঁয়ার দিনে স্মিথকে ছাড়িয়ে উইলিয়ামসন

নিউজিল্যান্ডের রেকর্ডের দিনে রেকর্ড গড়েছেন কেইন উইলিয়ামসনওএএফপি
কেইন উইলিয়ামসনের শতকে হ্যামিল্টনে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। এ ম্যাচে নিউজিল্যান্ড যেমন রেকর্ড গড়েছে, তেমনি গড়েছেন উইলিয়ামসনও—

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের এটি প্রথম টেস্ট সিরিজ জয়। ১৯৩২ সালে প্রথম সিরিজ খেলেছিল দুই দল। ১৮তম বার এসে জয়ের দেখা পেল নিউজিল্যান্ড। আগের ১৭টি সিরিজের ১৩টিই জিতেছে দক্ষিণ আফ্রিকা, ৪টি হয়েছে ড্র।

৩২

ক্যারিয়ারে ৩২তম শতকের দেখা পেলেন কেইন উইলিয়ামসন। সর্বোচ্চ টেস্ট শতকের তালিকায় স্টিভেন স্মিথ ও স্টিভ ওয়াহকে ছুঁলেন তিনি। উইলিয়ামসনের এটি ছিল ১৭২তম ইনিংস। ৩২টি শতকের ক্ষেত্রে তিনি এখন দ্রুততম, স্মিথের লেগেছিল ১৭৪ ইনিংস।

চতুর্থ ইনিংসে উইলিয়ামসনের শতকের সংখ্যা। পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনিস খানকে ছুঁয়ে ফেললেন তিনি। চতুর্থ ইনিংসে ৪টি করে শতক আছে ভারতের সুনীল গাভাস্কার, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, ওয়েস্ট ইন্ডিজের রামনরেশ সারওয়ান ও দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথের।

চতুর্থ ইনিংসে উইলিয়ামসনের শতক করা ৪টি ম্যাচই জিতেছে নিউজিল্যান্ড। সফল রান তাড়ায় শতকের ক্ষেত্রে উইলিয়ামসন ছুঁয়ে ফেললেন স্মিথকে। এ ক্ষেত্রে ৩টি শতক আছে পন্টিংয়ের।

আরও পড়ুন

এ নিয়ে টানা ৮টি অর্ধশতককে শতকে পরিণত করলেন উইলিয়ামসন। সর্বশেষ ২০২১ সালে অর্ধশতক পেরিয়েও শতক পর্যন্ত যেতে পারেননি। অর্ধশতককে শতকে রূপ দেওয়ার দীর্ঘ ধারার ক্ষেত্রে উইলিয়ামসনের ওপরে আছেন শুধু ডন ব্র্যাডম্যান (১২)।

১৩

দেশের মাটিতে এ নিয়ে টানা ১৩টি সিরিজ অপরাজিত নিউজিল্যান্ড। তাদের সর্বশেষ হার এসেছিল ২০১৭ সালে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই। এর মধ্যে ৩টি সিরিজ ড্র হয়েছে, বাকিগুলো জিতেছে কিউইরা।

আরও পড়ুন