এবার র‍্যাঙ্কিংয়ে ইতিহাস ফারজানা-নাহিদার

ফারজানা হক ও নাহিদা আক্তারপ্রথম আলো

ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ইতিহাস গড়েছিলেন ফারজানা হক। নারী ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান হয়েছিলেন তিনি। এবার র‍্যাঙ্কিংয়েও ইতিহাস গড়লেন এ ব্যাটার। র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ইতিহাস গড়েছেন বোলার নাহিদা আক্তারও।

সদ্য ঘোষিত ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১১ ধাপ উন্নতি হয়েছে ফারজানার। ১৯ নম্বরে উঠে এসেছেন ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ১০৭ রানের ইনিংস খেলা ব্যাটার। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ২০-এ উঠে এলেন তিনি।

আরও পড়ুন

ফারজানা ভাঙলেন রুমানা আহমেদের রেকর্ড। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ২৫ নম্বরে উঠেছিলেন রুমানা, বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ছিল সেটিই। ফারজানার রেটিং পয়েন্ট এখন ৫৬৫। রেটিং পয়েন্টের দিক থেকেও এখন বাংলাদেশের শীর্ষে তিনি।

বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে নারী ওয়ানডেতে সেঞ্চুরি করেন ফারজানা
শামসুল হক

ভারতের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৩৭ রানে ৩ উইকেট নেওয়া নাহিদাও উঠে এসেছেন শীর্ষ ২০-এ। চার ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠে এসেছেন এ বাঁহাতি স্পিনার। ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে এটিও বাংলাদেশের সেরা। এর আগে সর্বোচ্চ ২০তম অবস্থানে ছিলেন সালমা খাতুন, ২০২২ সালের ডিসেম্বরে।

অন্যদিকে সিরিজের টাই হওয়া শেষ ম্যাচের সেরা খেলোয়াড় ভারতের হারলিন দেওল ৩২ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫১ নম্বরে। তাঁর সতীর্থ জেমিমা রদ্রিগজ ৪১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫৫ নম্বরে। বোলারদের মধ্যে শীর্ষ দশে আছেন দীপ্তি শর্মা (৯)।

সর্বশেষ হালনাগাদের পর র‍্যাঙ্কিংয়ে নতুন শীর্ষ ব্যাটার দেখেছে নারী ওয়ানডে ক্রিকেট। ক্যারিয়ারে প্রথমবারের মতো শীর্ষে উঠেছেন ইংল্যান্ড অলরাউন্ডার ন্যাটালি সিভার-ব্রান্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ম্যাচজয়ী সেঞ্চুরির পর এ উন্নতি হয়েছে তাঁর।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়লেন নাহিদা
প্রথম আলো

সিভার-ব্রান্ট ছাড়িয়ে গেছেন অস্ট্রেলিয়ার বেথ মুনিকে। ব্যাটারদের সঙ্গে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়েও শীর্ষে সিভার-ব্রান্ট, সেখানে দুইয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথুসের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নিয়েছেন তিনি। বোলারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আছেন সিভার-ব্রান্টের সতীর্থ বাঁহাতি স্পিনার সোফি একলস্টোন।

আরও পড়ুন