চোটে নাসিম-রউফের এশিয়া কাপই হয়তো শেষ
দুঃসংবাদটা এসেছিল গতকাল রাতেই। এশিয়া কাপের সুপার ফোরে ভারত–পাকিস্তান ম্যাচে চোট পান নাসিম শাহ ও হারিস রউফ। দুজনের কেউই ব্যাটিং করতে পারেননি গতকাল ভারতের বিপক্ষে। পাকিস্তানের দুই পেস তারকার এশিয়া কাপ থেকে ছিটকে পড়ার শঙ্কার কথাও জানিয়েছিল ক্রিকইনফো।
পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, হারিস ও নাসিমের ব্যাকআপ হিসেবে দুই পেসার শাহনওয়াজ দাহানি ও জামান খানকে ডাকা হয়েছে। প্রাথমিক সতর্কতা হিসেবে তাঁদের ডাকা হয়েছে বলে জানিয়েছে ক্রিকেট পাকিস্তান।
হারিস ও নাসিম এখন পাকিস্তান দলে মেডিকেল দলের তত্ত্বাবধানে আছেন। ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, হারিস ও নাসিম চোটের কারণে আগামী সাত দিনের জন্য ছিটকে পড়লে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছে তাঁদের বদলি হিসেবে শাহনওয়াজ দাহানি ও জামান খানকে দলে নেওয়ার অনুমতি চাইবে। বৃহস্পতিবার সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে নাসিম ও হারিসের না খেলার শঙ্কা আছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম। পাকিস্তান ফাইনালে উঠলে তাঁদের পাবে কি না, তা নিয়েও আছে সন্দেহ।
ভারতের কাছে গতকাল রাতে ২২৮ রানে হারের পর সংবাদ সম্মেলনে নাসিম ও হারিসের চোট নিয়ে কথাও বলেন পাকিস্তানের কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন, ‘হারিস রউফ ও নাসিম শাহকে নিয়ে আমরা সতর্ক আছি। আগামীকাল (আজ) আমরা পরিস্থিতি বিচার করে দেখব। চোট থাকায় তাদের ব্যাটিংয়ে পাঠানোর কোনো যুক্তি ছিল না।’ কাল ৩২তম ওভারে ফাহিম আশরাফ আউট হওয়ার পর নাসিম শাহ এবং হারিস রউফ আর ব্যাটিংয়ে নামেননি। ৩৫৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৩২ ওভারে ১২৮ রানেই অলআউট হয় পাকিস্তান।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিবৃতিতে বলা হয়, ‘হারিস ও নাসিম মেডিকেল দলের তত্ত্বাবধানে থাকবে। নাসিম ও হারিস আগামী সাত দিনের জন্য ছিটকে গেলে তখন টিম ম্যানেজমেন্ট এসিসির কাছে তাদের বদলির জন্য অনুরোধ করবে।’ হারিস পরশু ম্যাচের নির্ধারিত দিনে ডান পাশের পাঁজরে চোট পান। গতকাল রিজার্ভ ডেতে বোলিং করেননি। নাসিম রিজার্ভ ডেতে ডান কাঁধে চোট পান।
তবে পাকিস্তান ক্রিকেট–সংশ্লিষ্ট দু–একজন টুইটারে জানিয়েছেন, হারিসের এমআরই রিপোর্টে খারাপ কিছু ধরা পড়েনি। নাসিম শাহর এমআরএই রিপোর্ট এখনো পায়নি পিসিবি।