রাঁচি টেস্ট: অশ্বিনের রেকর্ড ৩৫৪ ও টেস্টে কোন দেশে কার বেশি উইকেট

রেকর্ড আর মাইলফলকের সমার্থক হয়ে গেছেন রবিচন্দ্রন অশ্বিনরয়টার্স

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে একের পর এক মাইলফলক ছুঁয়ে চলেছেন রবিচন্দ্রন অশ্বিন। ৪৯০ উইকেট নিয়ে সিরিজ শুরু করা ভারতীয় অফ স্পিনার রাজকোটে তৃতীয় টেস্টে ছুঁয়ে ফেলেন ৫০০ উইকেটের মাইলফলক। রাঁচি টেস্টের প্রথম ইনিংসে জনি বেয়ারস্টোর উইকেট নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে উইকেটের ‘সেঞ্চুরি’ও করে ফেলেন অশ্বিন। অশ্বিন আজ আরেকটি মাইলফলক ছোঁয়ার পর ভেঙেছেন ঘরের মাঠে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার অনিল কুম্বলের ভারতীয় রেকর্ড। পরে কুম্বলের আরেকটি রেকর্ডও ছুঁয়ে ফেলেছেন ৯৯তম টেস্ট খেলা অশ্বিন।

৩৫৪

ভারতে ৫৯ টেস্টে অশ্বিনের উইকেট। ৬৩ টেস্টে ৩৫০ উইকেট নেওয়া সাবেক লেগ স্পিনার অনিল কুম্বলে এখন নেমে গেলেন দুইয়ে। টেস্টে দেশের মাটিতে অশ্বিনের চেয়ে বেশি উইকেট আছে মাত্র তিনজনের—শ্রীলঙ্কায় মুত্তিয়া মুরালিধরন (৪৯৩), ইংল্যান্ডে জেমস অ্যান্ডারসন (৪৩৪) ও স্টুয়ার্ট ব্রড (৩৯৮)।

টেস্টে কোন দেশে কার বেশি উইকেট

একই ফ্রেমে অনিল কুম্বলে (বাঁয়ে) ও রবিচন্দ্রন অশ্বিন
ফাইল ছবি
৩৫

টেস্টে ইনিংসে অশ্বিনের ৫ উইকেট নেওয়ার সংখ্যা। ভারতের হয়ে ইনিংসে সর্বাধিকবার ৫ উইকেট নেওয়ার রেকর্ডে অনিল কুম্বলেকে ছুঁয়ে ফেললেন অশ্বিন। সব দল মিলিয়ে কুম্বলে-অশ্বিনের চেয়ে বেশিবার ৫ উইকেট নিয়েছেন তিনজন—শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন (৬৮), অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন (৩৭) ও নিউজিল্যান্ডের রিচার্ড হ্যাডলি (৩৬)।

আরও পড়ুন
৮০

এক টেস্ট বাকি থাকতেই ভারত-ইংল্যান্ড সিরিজে ছক্কার সংখ্যা, টেস্ট ইতিহাসে যা এক সিরিজে সর্বোচ্চ। পেছনে পড়েছে গত বছরের অ্যাশেজ (৫ ম্যাচে ৭৪ ছক্কা)।

১৯২

রাঁচি টেস্টে ভারতের লক্ষ্য। দেশের মাটিতে চতুর্থ ইনিংসে ২২১ রানের কম লক্ষ্য তাড়া করতে নেমে কখনো হারেনি তারা।

আরও পড়ুন