আরেকটি আইসিসি টুর্নামেন্ট, নর্কিয়ার সেই একই ভাগ্য

দক্ষিণ আফ্রিকান পেসার আনরিখ নর্কিয়া।ইনস্টাগ্রাম/নর্কিয়া

আনরিখ নর্কিয়া কি আদৌ আইসিসি ৫০ ওভারের টুর্নামেন্ট খেলতে পারবেন?

আজ ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) জানিয়েছে, ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারছেন না নর্কিয়া। ৩১ বছর বয়সী এই ফাস্ট বোলার পিঠের চোটে ভুগছেন।

এর আগে চোটের কারণে ২০১৯ ও ২০২৩ বিশ্বকাপও খেলতে পারেননি। অর্থাৎ এবারসহ টানা তিনটি ৫০ ওভারের আইসিসি টুর্নামেন্ট শুরুর আগে স্কোয়াড থেকে ছিটকে গেলেন তিনি।

২০১৯ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন নর্কিয়া। গত ছয় বছরে ডানহাতি পেসার খেলতে পেরেছেন মোটে ২২ ওয়ানডে।

আনরিখ নর্কিয়ার দক্ষিণ আফ্রিকার হয়ে মাঠে ফেরা আরও বিলম্বিত হচ্ছে।
ইনস্টাগ্রাম/নর্কিয়া

২০১৯ বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে পেয়েছিলেন আঙুলে চোট আর ২০২৩ বিশ্বকাপে ভুগিয়েছিল পিঠের চোট। ২০২৪ সালের মে মাসে ক্রিকেটে ফিরে পরের মাসে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্র–ওয়েস্ট ইন্ডিজের সেই টুর্নামেন্টের পর আবার চোটে পড়ায় গত মাসে পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেননি।

আরও পড়ুন

সোমবার চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণার সময় দক্ষিণ আফ্রিকার কোচ ও অন্যতম নির্বাচক রব ওয়াল্টার বলেছিলেন, নর্কিয়া মাঠে নামতে প্রস্তুত হয়ে উঠবে বলে বিশ্বাস তাঁর। জেরাল্ড কোয়েৎজি ও নর্কিয়ার মধ্যে একজনকে বেছে নিতে হওয়ায় নর্কিয়ার ওপর আস্থা রাখার কথাও বলেছিলেন। কিন্তু তিন দিন পার না হতেই সিএসএ বিবৃতিতে জানিয়েছে, সোমবার সন্ধ্যায় স্ক্যান করিয়েছিলেন নর্কিয়া, যার ফল বলছে চ্যাম্পিয়নস ট্রফিতে তিনি খেলতে পারবেন না।

নর্কিয়ার বদলি হিসেবে কে চ্যাম্পিয়নস ট্রফির ১৫ সদস্যের দলে ঢুকবেন, তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। তবে কোয়েৎজিই হওয়ার সম্ভাবনা বেশি। নর্কিয়া তাঁর ছয় বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত ছয়টি আইসিসি টুর্নামেন্ট পেয়েছেন। তিনটি ৫০ ওভারের টুর্নামেন্ট, বাকি তিনটি টি–টোয়েন্টি বিশ্বকাপ।

আরও পড়ুন