আইপিএলে বেধড়ক পিটুনি, অশ্বিন বললেন ‘বোলারদের বাঁচান’

আইপিএলে বোলারদের জন্য খারাপ লাগছে রবিচন্দ্রন অশ্বিনের। বোলারের হতাশার এই ছবিটি তোলা হয়েছে গতকাল পাঞ্জাব–কলকাতা ম্যাচেআইপিএল

আইপিএলকে ক্রিকেট বলে মনে না হওয়ার কথা গত মাসেই বলেছেন রবিচন্দ্রন অশ্বিন। টুর্নামেন্টের ব্যাপ্তি এত বড় যে মাঝেমধ্যে ক্রিকেটটাই ঢাকা পড়ে যায় বলে মনে করেন ভারতের এই স্পিনার।

তবে গতকাল রাতে ক্রিকেট ঢাকা পড়েনি। বরং সর্বোচ্চ রান তাড়া করে জয়ের বিশ্ব রেকর্ড ও ছক্কাবৃষ্টিতে ক্রিকেটের বিজ্ঞাপনটাই বেশি করে চোখে পড়েছে। কিন্তু সেটা কি ইতিবাচক কোনো বিজ্ঞাপন? এই প্রশ্নটাই করা যায় সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল রাতে অশ্বিনের কয়েকটি পোস্টের সূত্র ধরে।

আরও পড়ুন

আইপিএলে কাল কলকাতা নাইট রাইডার্সের ২৬১ রান তাড়া করে ৮ উইকেটে জিতেছে পাঞ্জাব কিংস। টি–টোয়েন্টি ম্যাচে রান তাড়া করে জয়ের বিশ্ব রেকর্ডের পাশাপাশি সর্বোচ্চ ৪২ ছক্কাও দেখা গেছে এই ম্যাচে। দুই দলের বোলারদের ওপর দিয়েই রীতিমতো ঝড় বইয়ে দিয়েছেন ব্যাটসম্যানরা।

পাঞ্জাব যে ছয় বোলার ব্যবহার করেছে, তাঁদের মধ্যে শুধু রাহুল চাহারের ইকোনমি রেটই ১০–এর নিচে। কলকাতা ৭ বোলার ব্যবহার করেছে। তাঁদের মধ্যে সুনীল নারাইনই ১০–এর নিচে ইকোনমি রেট রাখতে পেরেছেন। শুধু এই ম্যাচ নয়, এবারের আইপিএলে প্রায় সব ম্যাচেই বেধড়ক পিটুনি খাচ্ছেন বোলাররা। ওভারপ্রতি গড়ে ৯.৪৯ রান করে দিয়েছেন বোলাররা—পরিসংখ্যানটি এবারের আইপিএলের। এবার দলগুলো আড়াই শ রানের কোটাই ছুঁয়েছে ৭ বার!

বোলারদের পরিস্থিতিটা বুঝতে পেরেই তাঁদের পাশে দাঁড়িয়েছেন অশ্বিন। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ গতকাল রাতে পোস্ট করেন, ‘অনুগ্রহ করে কেউ “বোলারদের বাঁচান”।’ অশ্বিন কথাটা লেখার পাশাপাশি ‘এসওএস’ শব্দটিও তিনবার লিখেছেন। এই ইংরেজি শব্দের অর্থ—‘সেভ আওয়ার সোলস।’ অর্থাৎ আমাদের জীবন বাঁচাও। বিপদে পড়লে জীবন বাঁচাতে এই সংকেত ব্যবহার করা হয়।

আরও পড়ুন

কলকাতা–পাঞ্জাব ম্যাচ নিয়ে আরও দুটি পোস্ট করেছেন অশ্বিন। সেঞ্চুরি করা জনি বেয়ারস্টো এবং ৬৮ রানে অপরাজিত থাকা শশাঙ্ক সিং মিলে লক্ষ্যটা ১২ বলে ৯ রানে নামিয়ে এনেছিলেন। অশ্বিন তখন বিস্ময় নিয়ে পোস্ট করেন, ‘একটা টি–টোয়েন্টি ম্যাচে ২৬০‍+ রান তাড়া করতে নেমে শেষ দুই ওভারে বলপ্রতি ১ রান দরকার। হজম করতেও সময় লাগে।’

পাঞ্জাব–কলকাতা ম্যাচ নিয়ে অশ্বিনের শেষ পোস্ট, ‘ধারাভাষ্যকার এই মাত্র বললেন ইডেন গার্ডেনের বাউন্ডারি সীমানার দৈর্ঘ্য স্বাভাবিক।’ লেখার শেষে হাসির ইমোজি ব্যবহার করেছেন অশ্বিন। সর্বোচ্চ ৪২ ছক্কার রেকর্ড গড়া ম্যাচটি স্বাভাবিক বাউন্ডারি সীমায় খেলা হয়েছে—এটা কোনোভাবেই যেন বিশ্বাস করতে পারছেন না অশ্বিন।

আইপিএলে এবার বেধড়ক পিটুনির শিকার হচ্ছেন বোলাররা
আইপিএল

৩৭ বছর বয়সী অশ্বিন এবারের আইপিএলে খেলছেন রাজস্থান রয়্যালসে। তাঁর দল ৮ ম্যাচের ৭টিতেই জিতে আছে পয়েন্ট তালিকার শীর্ষে। ব্যাটসম্যান বোলারদের জীবন যেভাবে দুর্বিষহ করে তুলেছেন, সে তুলনায় অশ্বিন বেশ ভালোই করেছেন। ৭ ম্যাচে মাত্র ১টি উইকেট পেলেও ইকোনমি রেট ৮.৮৯। অশ্বিনের বোলিং দেখে মনে হয়েছে, এবারের আসরে উইকেট পাওয়ার চেয়ে রান আটকানোকেই তাঁর মনোযোগ বেশি।

আরও পড়ুন