চ্যাম্পিয়নস ট্রফির আগে বুমরাকে আর খেলাতে চায় না ভারত

চোটের কারণে বুমরাকে বিশ্রাম দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডক্রিকেট অস্ট্রেলিয়া

যশপ্রীত বুমরাকে এমনিতেই সব সিরিজে ভারত খেলায় না। দলের পেস বোলিংয়ের নেতাকে বেশি খেলিয়ে চোটে পড়ার ঝুঁকি নিতে চায় না তারা। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার–গাভাস্কার ট্রফিতে একটু বেশিই ধকল গেছে বুমরার। ৩০ বছর বয়সী ফাস্ট বোলার পাঁচ টেস্টের ৯ ইনিংসে সব মিলিয়ে ১৫০ ওভার বোলিং করেছেন। এ ধকল নিতে পারেননি বুমরা, সিডনিতে সিরিজের শেষ টেস্টে গিয়ে পড়েছেন চোটে, পিঠের অসারতার কারণে দ্বিতীয় ইনিংসে বলই করতে পারেননি।

এ মাসেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে নামবে ভারত। টি–টোয়েন্টির পর খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২২ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত এ দুটি সিরিজ খেলার পর চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি শুরু করবে তারা। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে চ্যাম্পিয়নস ট্রফির খেলা শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। আরব আমিরাতে ভারতের প্রথম ম্যাচ পরের দিন। এই টুর্নামেন্টে পাওয়ার জন্য ইংল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে বুমরাকে বিশ্রাম দেওয়ার কথা ভারতের। এমনকি ওয়ানডে সিরিজের সব ম্যাচেও হয়তো খেলবেন না তিনি।

আরও পড়ুন
সিডনি টেস্টের তৃতীয় দিনে বোলিং করতে নামেননি যশপ্রীত বুমরা
এএফপি

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ৩২ উইকেট নেওয়া বুমরার চোট গ্রেড ওয়ান বলে জানিয়েছে ভারত দলের একটি সূত্র। এ ধরনের গ্রেড ওয়ান চোট থেকে সেরে উঠতে সাধারণত দুই থেকে তিন সপ্তাহ লাগে। তবে চোট যদি গ্রেড টু পর্যায়ের হয়, তাহলে মাঠের বাইরে থাকতে হবে ছয় সপ্তাহ আর গ্রেড থ্রি পর্যায়ের চোট থেকে সেরে উঠতে কমপক্ষে তিন মাসের পুনর্বাসনের প্রয়োজন হয়।

সাধারণত, বিশ্বকাপের বছর না হলে টি–টোয়েন্টি ক্রিকেটে বুমরাকে দ্বিপক্ষীয় কোনো সিরিজে খেলায় না ভারত। কিন্তু সামনেই যেহেতু চ্যাম্পিয়নস ট্রফি আর টুর্নামেন্টের ফরম্যাট ৫০ ওভারের, তাই এই টুর্নামেন্টে যাওয়ার আগে বুমরাকে ইংল্যান্ডের বিপক্ষে অন্তত একটি বা দুটি ওয়ানডে খেলাতে চায় ভারত। সেটাও অবশ্য নির্ভর করবে তাঁর ফিটনেসের অবস্থার ওপর।

আরও পড়ুন