পুরানের রেকর্ড গড়া বছর, ব্যর্থতা শুধু বাংলাদেশের বিপক্ষেই
প্রথমবার টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ। বোলারদের অসাধারণ পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানদের ডানা মেলতে দেয়নি বাংলাদেশ। তবে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে একটু আশঙ্কা তো ছিলই।
ওয়ানডেতে পুরোপুরি বিবর্ণই ছিলেন বাংলাদেশের বোলাররা। টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের মারকাটারি ব্যাটসম্যানদের সামনে তাঁরা কী করেন সেটি দেখার ছিল। বিশেষ করে এ বছর টি-টোয়েন্টিতে রেকর্ডের পর রেকর্ড গড়া নিকোলাস পুরানকে নিয়ে একটু ভয় তো ছিলই। তবে সেই পুরান একেবারেই ম্লান ছিলেন বাংলাদেশ সিরিজে।
পুরান তিন ম্যাচে করেছেন ১, ৫ ও ১৫ রান। তবে এই সিরিজের আগেই স্বীকৃতি টি-টোয়েন্টিতে অসংখ্য রেকর্ড ভেঙেছেন গত আগস্টেই এক বছরে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়া পুরান।
স্বীকৃত টি-টোয়েন্টিতে এ বছর কী কী রেকর্ড ভাঙলেন পুরান, সেটি নিয়েই এই আয়োজন।