লন্ডনের কেনিংটন ওভালে আজ বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যেখানে ভারতের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া দল। প্রায় দুই বছর ধরে চলা লিগের শিরোপা নিষ্পত্তি হবে এই ফাইনাল ম্যাচ দিয়ে।
ইংলিশ গ্রীষ্মের শুরুর দিকে আবহাওয়া যেমন থাকার কথা, ঠিক তেমনই আছে। তাপমাত্রা কম, উইকেটে ঘাস, আকাশ মেঘাচ্ছন্ন। টস জিতে তাই আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতে দুইবার ভাবেননি ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ২০১৫-১৬ মৌসুমে বৃষ্টিতে পণ্ড হওয়া বেঙ্গালুরু টেস্টের পর ভারত এই প্রথম টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল। ভারতের একাদশেও আবহাওয়া ও উইকেটের প্রভাব। টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষ বোলার অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে বাইরে রেখে চার পেসার নিয়ে একাদশ সাজিয়েছে ভারত।
স্পিনার হিসেবে আছেন শুধু বাঁহাতি অর্থোডক্স রবীন্দ্র জাদেজা। যদিও অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে শীর্ষ ৬ ব্যাটসম্যানের মধ্যে তিনজনই বাঁহাতি। অস্ট্রেলিয়া দলেও একজনই স্পিনার। অফ স্পিনার নাথান লায়ন। একাদশে স্পেশালিস্ট পেসার তিনজন, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড। ইংল্যান্ডে এই প্রথম টেস্ট খেলবেন বোল্যান্ড। অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে ধরলে পেসার চারজন।
মেঘলা আকাশে নিচে ওভালের পিচে ৬ মিলিমিটার উচ্চতার ঘাস। এই মাঠের জন্য যা ব্যতিক্রমীই। পিচ রিপোর্ট করার সময় যা দেখে শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা ভবিষ্যদ্বাণী করলেন, উইকেটে শুরু থেকেই সুইং ও সিম মুভমেন্ট পাবেন বোলাররা। তা পেয়েছেনও। ভারতের বোলিং শুরু করেন মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ। প্রথম দুই ওভার মেডেন দেওয়ার পর তৃতীয় ওভারের চতুর্থ বলে প্রথম রান নিতে পেরেছে অস্ট্রেলিয়া। পরের ওভারের চতুর্থ বলে উসমান খাজাকে কট বিহাইন্ড বানিয়ে অস্ট্রেলিয়ার প্রথম উইকেট তুলে নেন সিরাজ। অস্ট্রেলিয়ার স্কোর তখন ২। ১০ বল খেলেও খাজা কোনো রান করতে পারেননি।
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দুই দলের একাদশ:
অস্ট্রেলিয়া দল: ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরুন গ্রিন, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন ও স্কট বোল্যান্ড।
ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, কেএস ভরত, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।