কোহলির কাছে রেকর্ড খুইয়ে টেন্ডুলকারের উচ্ছ্বাস
ইডেন গার্ডেনে ৩৫তম জন্মদিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শচীন টেন্ডুলকারের ৪৯ ওয়ানডে শতকের রেকর্ড ছুঁয়েছিলেন বিরাট কোহলি। এরপর টেন্ডুলকারকে ছাড়িয়ে শতকের অর্ধশতক পাওয়া ছিল শুধুই সময়ের ব্যাপার। কোন মুহূর্তটিকে কোহলি শেষ পর্যন্ত রাঙাবেন, সেটিই ছিল দেখার অপেক্ষা।
নেদারল্যান্ডসের বিপক্ষে পরের ম্যাচে অর্ধশতক করে আউট হওয়ার পর সবার দৃষ্টি তাক করা ছিল ওয়াংখেড়ের সেমিফাইনালের দিকে। সবার একটাই কৌতূহল, কোহলি কি পারবেন ওয়াংখেড়েকে উচ্ছ্বাসে ভাসাতে? তার ওপর বড় মঞ্চে জ্বলে উঠতে না পারার দুর্নামও ঘোচানোর অপেক্ষা তো আছেই।
কোহলিও যেন মাইলফলক গড়তে পাখির চোখ করেছিলেন এই ম্যাচকে। ৯০ পেরোনোর পর স্নায়ুচাপটুকু বাদ দিলে পুরো ইনিংসটি খেলেছেন আত্মবিশ্বাসের সঙ্গে। ৪২তম ওভারে শতকে পৌঁছেই মেতে ওঠেন আবেগপ্রবণ উদযাপনে। লাফিয়ে উঠেছেন, হাঁটু গেড়ে বসেছেন। তারপর দাঁড়িয়ে উড়ন্ত চুমু বিনিময় করেছেন গ্যালারিতে উপস্থিত স্ত্রী আনুশকা শর্মার সঙ্গে। রেকর্ড গড়ার আনন্দটা যেন শরীর–মন সবটা দিয়েই উপভোগ করলেন কোহলি।
গ্যালারির এক অংশে ছিলেন যাঁর রেকর্ড ভেঙেছেন, সেই টেন্ডুলকারও। গ্যালারিতে দাঁড়িয়ে নিজের রেকর্ড ভাঙার মুহূর্তটা উপভোগ করেছেন কিংবদন্তি টেন্ডুলকারও। হাততালি দিয়ে অভিবাদন জানিয়েছেন কোহলিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোহলিকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিতেও দেরি করলেন না মাস্টার ব্লাস্টার। শুধু টেন্ডুলকারই নন, ক্রিকেট–বিশ্বের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের অনেকেই অভিনন্দন জানিয়েছেন কোহলিকে।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে টেন্ডুলকার লিখেছেন, ‘প্রথমবার আমি যখন তোমাকে ড্রেসিংরুমে দেখেছি, আমার পা ছোঁয়া নিয়ে সবাই তোমার সঙ্গে মজা করছিল। সেদিন আমি হাসি থামাতে পারিনি। কিন্তু দ্রুতই নিজের দক্ষতা ও আবেগ দিয়ে তুমি আমার হৃদয় ছুঁয়েছ। আমি খুবই আনন্দিত যে তরুণ সেই ছেলে এখন “বিরাট” খেলোয়াড়ে রূপান্তরিত হয়েছে।’
এরপর নিজের রেকর্ড ভাঙা নিয়ে টেন্ডুলকার আরও লিখেছেন, ‘একজন ভারতীয় আমার রেকর্ড ভেঙেছে, এর চেয়ে আনন্দের কিছু আর হতে পারে না। আর এত বড় মঞ্চে, বিশ্বকাপের সেমিফাইনালে আমার নিজের মাঠে সেটি করতে পারা যেন আইসিং অন দ্য কেক।’
কোহলির সেঞ্চুরি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনও। ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, ‘অবিশ্বাস্য কিছু দেখার জন্য মুম্বাইয়ে উপস্থিত থাকতে পারা বিশেষ কিছু। বিশ্বকাপ সেমিফাইনাল। হিরো শচীন টেন্ডুলকার স্ট্যান্ডে দাঁড়িয়ে দেখছেন এবং কোহলি এর মধ্যেই তার ৫০তম শতকটা করলেন। নিশ্চিতভাবেই সবর্কালের সেরা ওয়ানডে খেলোয়াড়।’
পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক লিখেছেন, ‘কুর্নিশ নাও বিরাট! দারুণ মাইলফলক। বিশ্বকাপ সেমিফাইনালের চেয়ে ভালো কোনো উপলক্ষ আর হতে পারত না। খেলাটির প্রতি তোমার প্রতিশ্রুতি ও নিবেদন তোমাকে এ পর্যায়ে নিয়ে এসেছে। সফলতার সবটুকু তোমার প্রাপ্য।’
একজন ভারতীয় আমার রেকর্ড ভেঙেছে, এর চেয়ে আনন্দের কিছু আর হতে পারে না।
সবাই এই মুহূর্তের অপেক্ষায় ছিলেন জানিয়ে ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না লিখেছেন, ‘এটা সেই মুহূর্ত, আমরা সবাই যার অপেক্ষায় ছিলাম। মায়েস্ত্রো বিরাট কোহলি আরেকটি অসাধারণ শতক পেয়েছে এবং ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি শতকের মাইলফলকটি অর্জন করেছে।’
বাংলাদেশের উইকটেকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম কোহলির শতক উদযাপনের ছবি দিয়ে লিখেছেন, ‘যে কারণে গোট (গ্রেটেস্ট অব অল টাইম)।’ বাংলাদেশের আরেক ব্যাটসম্যান লিটন দাস লিখেছেন, ‘অভিনন্দন বিরাট। ৫০তম শতক। অবিশ্বাস্য অর্জন।’
ভারতের সাবেক ফাস্ট বোলার ইরফান পাঠান লিখেছেন, ‘বিরাট কোহলি ক্রিকেটের নিয়ন্ত্রণকক্ষ।’ আর সাবেক স্পিনার হরভজন সিং লিখেছেন, ‘বাধা অতিক্রম করে নতুন করে রেকর্ড লেখা হলো। বিরাট কোহলি এখন প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫০ শতকের মাইলফলক অর্জন করলেন।’