‘কোহলির জুতার সমানও নয় বাবর’
ভারত-পাকিস্তানের ম্যাচ, অথচ বিরাট কোহলি-বাবর আজমকে নিয়ে আলোচনা হবে না, তা কীভাবে হয়!
আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরেও কোহলি-বাবর যথারীতি আলোচনায়। যেমনটা ক্রিকেটীয় সামর্থ্য আর অর্জনে কোহলির সঙ্গে বাবরের তুলনা হয়ে থাকে প্রায়ই। তবে পাকিস্তানের এক ক্রিকেটারের মতে, কোহলির সঙ্গে বাবরের তুলনাই হয় না। তুলনা দূরে থাক, পাকিস্তানের বর্তমান অধিনায়ক ভারতের সাবেক অধিনায়কের জুতোর সমানও নয় বলে চাঁচাছোলা মন্তব্য তাঁর।
বাবরকে ঘিরে রূঢ় ভাষার এই মন্তব্যটি করেছেন দানিশ কানেরিয়া। পাকিস্তানের হয়ে ৬১টি টেস্ট ও ১৮টি ওয়ানডে খেলা এই লেগ স্পিনারের মতে, তাঁর দেশ এবারের বিশ্বকাপ নিয়ে সিরিয়াসই নয়। যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন বাবররা।
পাকিস্তানের হয়ে ২০১০ সালে সর্বশেষ খেলা কানেরিয়া অনেক দিন ধরেই পাকিস্তান ক্রিকেট দলের কঠোর সমালোচক। বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার আগে দেওয়া সাক্ষাৎকারেও যার পুনরাবৃত্তি ঘটেছে। ভারতীয় বার্তা সংস্থা আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে কানেরিয়া যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাকিস্তানের সুপার ওভার ম্যাচের প্রসঙ্গ টেনে বাবরকে কাঠগড়ায় তোলেন, ‘যুক্তরাষ্ট্রের বোলাররা ওকে আটকে রেখেছিল, খেলতে পারছিল না। ৪০-এর মতো রান করার পরপরই আউট হয়ে গেল। অথচ ওর টিকে থাকা দরকার ছিল। ম্যাচটা পাকিস্তানের সহজভাবেই জেতা উচিত ছিল।’
এ প্রসঙ্গে ভারতের তারকা ব্যাটসম্যান কোহলির সঙ্গে বাবরের তুলনাকে তীব্র কটাক্ষ করেন কানেরিয়া, ‘লোকে বাবর আজম, বাবর আজম করতে থাকে। এক দিন বাবর একটা সেঞ্চুরি করলেই পরদিন ওর সঙ্গে বিরাট কোহলির তুলনা শুরু হয়ে যায়। আরে সে তো বিরাটের জুতার সমানই নয়।’ জুতার সমানই নয় কথাটা দুইবার বলেন কানেরিয়া। ৪৩ বছর বয়সী এই সাবেক ক্রিকেটারের মতে, পাকিস্তান দল টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিরিয়াস নয়, ‘যুক্তরাষ্ট্রে ওরা পরিবার নিয়ে ছুটি কাটাতে গেছে।’
আজ নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ভারতই জিতবে বলে মনে করেন কানেরিয়া, সেটাও বেশ দাপটের সঙ্গে, ‘ভারত খুব বাজেভাবে হারাবে। পাকিস্তানের ভারতকে হারানোর সামর্থ্য নেই। পাকিস্তান যখনই বিশ্বকাপ খেলতে যায়, বলতে থাকে যে বোলিং শক্তি ভালো। বোলিংই ম্যাচ জেতাবে। কিন্তু বোলিংয়ের কারণেই কিন্তু প্রথম ম্যাচটা তারা হেরে গেছে।’