ইংল্যান্ড ম্যাচ নিয়ে যা ভাবছেন উসামা মিররা
পাকিস্তানের সেমিফাইনালে ওঠার পথ কতটা কঠিন—এই প্রশ্নের জানা হয়ে গেছে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচের পর। দলটির সেমিফাইনাল খেলার সম্ভাবনা এখন শুধু অঙ্কের হিসেবেই টিকে আছে বাবর আজমদের। নিউজিল্যান্ড যে নেট রান রেটে পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে।
শ্রীলঙ্কা–নিউজিল্যান্ড ম্যাচ শেষ হওয়ার আগেই কথা বলেছিলেন পাকিস্তানের স্পিনিং অলরাউন্ডার উসামা মির। বৃহস্পতিবার কলকাতায় অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেছেন সেমিফাইনালের ওঠার সম্ভাবনা থাকুক বা না থাকুক, জয় দিয়ে গ্রুপ পর্বটা শেষ করতে চায় তাঁর দল।
যখন কথা বলছিলেন তখনো উসামা জানতেন তাঁদের কাজটা কঠিন। তবু আশাবাদি উসামা সেরাটা দেওয়ার কথাই বলেছিলেন, ‘সবাই তাদের সেরাটা দিতে চায়। দলে সবার মধ্যে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ।’
উসামা এরপর যোগ করেন, ‘আমরা সবাই ভালো পারফর্ম করতে চাই। আমি নিজেও আমার বোলিংয়ে উন্নতি করার জন্য কাজ করছি। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এক ম্যাচ। সর্বশেষ ম্যাচটা জেতার পর আমরা সবাই আত্মবিশ্বাসী।’
কলকাতায় পাকিস্তানের দলের খেলোয়াড়েরা অনুশীলনে নামার আগে বিশেষ চাহিদাসম্পন্ন সমর্থকদের সঙ্গে দেখা করেন। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানরা সেই সব সমর্থকদের অটোগ্রাফ দেন, কেউ কেউ আবার নিজেদের কিছু স্মারকও উপহার দেন এবং ওই সব সমর্থকদের সঙ্গে সেলফি তোলেন।