শ্রীলঙ্কার পথ হারানোর দিনে ১ ওভারে ৩ উইকেট প্যাটারসনের

বিশ্ব ফার্নান্ডোকে ফেরানোর পর ডেন প্যাটারসনএএফপি

শ্রীলঙ্কা কত রানের লিড নিতে পারে—গেবেখা টেস্টের তৃতীয় দিনের শুরুতে আলোচনা ছিল এটি নিয়েই। গতকাল দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ৩৫৮ রানে থামিয়ে দেওয়ার দ্বিতীয় দিনটা শ্রীলঙ্কা শেষ করেছিল ৩ উইকেটে ২৪২ রান নিয়ে।

তবে আজ তৃতীয় দিনটায় শ্রীলঙ্কা লিখেছে পথ হারানোর গল্প। হাতে থাকা ৭ উইকেট হারিয়ে লাঞ্চ বিরতির সময় পরে ৩২৮ রানে অলআউট হয়ে উল্টো দক্ষিণ আফ্রিকাকে ৩০ রানের লিড দেয় লঙ্কানরা। এরপর দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৯১ রান তুলে ২২১ রানে এগিয়ে গেছে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা স্বাগতিকেরা।

দক্ষিণ আফ্রিকান পেসার ডেন প্যাটারসনই মূলত সর্বনাশ করেছেন শ্রীলঙ্কার। শুক্রবার দিনেশ চান্ডিমালের উইকেট নেওয়া প্যাটারসন আজ নিয়েছেন আরও ৪ উইকেট। ৭১ রানে ৫ উইকেট—৬ টেস্টের ক্যারিয়ারে এই প্রথম ৫ উইকেট পেলেন ৩৫ বছর বয়সী বোলার।

দিনের নবম ওভারে অ্যাঞ্জেলো ম্যাথুসকে উইকেটকিপার কাইল ভেরেইনার ক্যাচ বানিয়ে শ্রীলঙ্কার পতনের সূচনা করেন মার্কো ইয়ানসেন। দুই ওভার পর কামিন্দু মেন্ডিসকেও ফেরান ইয়ানসেন।

শ্রীলঙ্কার ধসের সূচনা করেন মার্কো ইয়ানসেন
এএফপি

প্যাটারসন কাজে নামেন এরপরই। শ্রীলঙ্কার ইনিংসের ৮৯তম ও দিনের নিজের দ্বিতীয় ওভারে ৩ উইকেট নিয়ে মুহূর্তেই শ্রীলঙ্কাকে ২৯৭/৫ থেকে ২৯৮/৮ বানিয়ে দেন প্যাটারসন। ওই ওভারে প্রথম বলে ধনাঞ্জয়া ডি সিলভা, তৃতীয় বলে কুশল মেন্ডিস ও পঞ্চম বলে লাহিরু কুমারাকে ফেরান প্যাটারসন।

এরপর প্রবাত জয়াসুরিয়া ও বিশ্ব ফার্নান্ডোর ২৯ রানের নবম উইকেট জুটি ভেঙে ৫ উইকেট পেয়ে যান প্যাটারসন। ২৪ রান করা জয়াসুরিয়াকে ফিরিয়ে লঙ্কান ইনিংসের যতি টানেন কেশব মহারাজ।

দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ৫৫ রান করেছেন এইডেন মার্করাম। ১০৯ রানে তৃতীয় উইকেট হারানোর পর ৮২ রানের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটি গড়েছেন ট্রিস্টান স্টাবস ও অধিনায়ক টেম্বা বাভুমা।

সিরিজে প্রথম ফিফটি পেয়েছেন এইডেন মার্করাম
এএফপি

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা: ৩৫৮ ও ৫৫ ওভারে ১৯১/৩ (মার্করাম ৫৫, বাভুমা ৪৮*, স্টাবস ৩৬*; জয়াসুরিয়া ২/৭৫)।
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৯৯.২ ওভারে ৩২৮ (নিশাঙ্কা ৮৯, কামিন্দু ৪৮, চান্ডিমাল ৪৪, ম্যাথুস ৪৪, জয়াসুরিয়া ২৪; প্যাটারসন ৫/৭১, মহারাজ ২/৬৫, প্যাটারসন ৫/৭১)।
আরও পড়ুন