টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে মাহমুদউল্লাহর থাকা উচিত বলে মনে করেন কি?

মাহমুদউল্লাহপ্রথম আলো

আজই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করবে বাংলাদেশ। সেই দলে কি জায়গা হবে মাহমুদউল্লাহর?
গত কয়েক দিন ধরে এটাই হয়তো বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় প্রশ্ন। মুশফিকুর রহিম এরই মধ্যে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন, কিন্তু মাহমুদউল্লাহর দলে জায়গা নিয়ে আলোচনা চলছে এখনো। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই এ সংস্করণে ছন্দে নেই তিনি। বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে মাত্র ১৬.৫৪ গড় ও ১০২.৮২ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এ ব্যাটসম্যান। এশিয়া কাপের দুই ম্যাচে ২০ পেরিয়েছেন, তবে এক ম্যাচে স্ট্রাইক রেট ছিল ৯২.৫৯, অন্যটিতে ১২২.৭২।

দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ কয়েক দিন আগেই বলেছেন, মাহমুদউল্লাহর সাম্প্রতিক পারফরম্যান্স তাঁদের প্রত্যাশা পূর্ণ করতে পারেনি। তবে তাঁর মতো একজন ক্রিকেটারকে হঠাৎ করে ‘না’ও বলা যায় না। শোনা যাচ্ছে, মাহমুদউল্লাহর ব্যাপারে বাংলাদেশ দলের নবনিযুক্ত টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের মতামত হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ।


আপনি কী মনে করেন—টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে মাহমুদউল্লাহর থাকা উচিত? মতামত দিন ভোটে।