ধনাঞ্জয়া–কামিন্দুর জোড়া সেঞ্চুরিতে আরও যত রেকর্ড

শুধু এক ম্যাচে দুই ব্যাটসম্যানের জোড়া সেঞ্চুরির বিরল কীর্তিই গড়েননি ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস, শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যান ওলট–পালট করেছেন রেকর্ড বইয়ের অনেক পাতা।

জোড়া সেঞ্চুরির পথে দুই ইনিংসেই ১৫০ ছাড়ানো জুটি গড়েছেন ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসশামসুল হক

১৪৭ বছরের টেস্ট ইতিহাসে মাত্র তৃতীয়বার এক ম্যাচে এক দলের দুই ব্যাটসম্যান জোড়া সেঞ্চুরি পেলেন।

টেস্টে এক দলের দুজনের জোড়া সেঞ্চুরি

গ্রেগ চ্যাপেল (২৪৭* ও ১৩৩) ও ইয়ান চ্যাপেল (১৪৫ ও ১২১)
অস্ট্রেলিয়া, বিপক্ষ নিউজিল্যান্ড, ভেন্যু ওয়েলিংটন, ১৯৭৪

আজহার আলী (১০৯ ও ১০০*) ও মিসবাহ-উল-হক (১০১ ও ১০১*)
পাকিস্তান, বিপক্ষ অস্ট্রেলিয়া, ভেন্যু আবুধাবি, ২০১৪

ধনাঞ্জয়া ডি সিলভা (১০২ ও ১০৮) ও কামিন্দু মেন্ডিস (১০২ ও ১৬৪)
শ্রীলঙ্কা, বিপক্ষ বাংলাদেশ, ভেন্যু সিলেট, ২০২৪

এ ছাড়া দুই দল মিলিয়ে এক ম্যাচে একাধিক ব্যাটসম্যানের জোড়া সেঞ্চুরির উদাহরণ আছে তিনটি। ১৯৪৭ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড আর্থার মরিস ও ডেনিস কম্পটন, ১৯৯১ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের অ্যান্ড্রু জোন্স ও শ্রীলঙ্কার অশঙ্কা গুরুসিনহা এবং ২০১৪ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও ভারতের বিরাট কোহলি।

আরও পড়ুন
১৫০+
এক টেস্টে একই জুটির দুবার ১৫০ ছাড়ানো তৃতীয় উদাহরণ গড়েছেন ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। এর আগে ১৯৩৮ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের পল গিব ও এডি পেইন্টার এবং ২০১৫ সালে ব্রিসবেনে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার জো বার্ন ও ডেভিড ওয়ার্নার দুবার ১৫০ ছাড়ানো জুটি গড়েন।
২৬৬
সিলেট টেস্টে কামিন্দু মেন্ডিসের রান। টেস্টে সাত বা এর নিচে নেমে যা দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ২৭০ রান স্যার ডন ব্র্যাডম্যানের। ১৯৩৭ সালে মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে সাতে নেমে ২৭০ রান করেছিলেন অস্ট্রেলীয় কিংবদন্তি। সেই ম্যাচের প্রথম ইনিংসে তিনে ব্যাট করে ১৩ রান করেছিলেন ব্র্যাডম্যান।
৫২৮
এই টেস্টে পঞ্চম উইকেট হারানোর পর শ্রীলঙ্কার রান। যা দেশটির সর্বোচ্চ ও সব মিলিয়ে পঞ্চম সর্বোচ্চ।
আরও পড়ুন