আমিরের নতুন রেকর্ড, ভুবনেশ্বরকে পেছনে ফেলে সাকিব-নারাইনে চোখ

পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির মেডেন নেওয়ার রেকর্ড গড়েছেন টি–টোয়েন্টিতেফাইল ছবি

উইকেট নয়, টি-টোয়েন্টি ক্রিকেটে বোলারদের জন্য সবচেয়ে কঠিন কাজ মেডেন নেওয়া। চার-ছক্কার ক্রিকেটে টানা ৬ বলে রান না দেওয়ার কাজ সহজ নয় মোটেও। মেডেন নেওয়ার সেই কঠিন কাজ করেই নতুন এক রেকর্ড গড়েছেন মোহাম্মদ আমির। স্বীকৃত টি-টোয়েন্টিতে পেসার হিসেবে সবচেয়ে বেশি মেডেন নেওয়ার রেকর্ডটা সম্প্রতি নিজের করে নিয়েছেন পাকিস্তানি তারকা।

পাকিস্তানি বাঁহাতি ফাস্ট বোলার এখন খেলেছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে। ১১ সেপ্টেম্বর বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে একটি মেডেন নিয়েই ভারতের ভুবনেশ্বর কুমারকে ছাড়িয়ে গেছেন আমির। ৩০২ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে আমিরের মেডেনের এখন ২৫টি। আমির ভূবনেশ্বরকে ছুঁয়েছিলেন এবারের সিপিএলেই। ৩০ আগস্ট গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে একটি মেডেন নিয়েই ভুবনেশ্বরের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন আমির।

৩০২ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১০৮৫ ওভার বল করেছেন আমির। ভারতীয় পেসার ভুবনেশ্বর ২৮৬ ম্যাচে বোলিং করেছেন ১০৩৪ ওভার।

পেসারদের মধ্যে সবচেয়ে বেশি মেডেন নেওয়ার রেকর্ড গড়লেও সবচেয়ে বেশি মেডেন নেওয়া বোলারদের মধ্যে আমিরের ওপরে আছে দুজন। তাঁদের একজন সাকিব আল হাসান। বাংলাদেশের সাবেক অধিনায়ক বাঁহাতি স্পিনে মেডেন নিয়েছেন ২৬টি। ৪৪৪ ম্যাচ খেলা সাকিব বল করেছেন ১৫৫৫ ওভার। ৩০ মেডেন নিয়ে সবার ওপরে ক্যারিবীয় স্পিনার সুনীল নারাইন। সাকিবের কলকাতা নাইট রাইডার্স সতীর্থ খেলেছেন ৫২৩টি স্বীকৃত টি-টোয়েন্টি, বল করেছেন ১৯৭৪ ওভার।

আরও পড়ুন
পাকিস্তানের হয়ে ৬৩ ম্যাচে সর্বোচ্চ ৭টি মেডেন পেয়েছেন ৩২ বছর বয়সী পেসার

আমির টি-টোয়েন্টি ২৫টি মেডেনের ১১টিই পেয়েছেন গত চার বছরে। ২০২১, ২০২৩ ও ২০২৪ সালে ৩টি করে মেডেন নেওয়া আমির ২০২২ সালে নিয়েছেন ২টি মেডেন।

এখন পর্যন্ত ২১ দলের হয়ে স্বীকৃত টি-টোয়েন্টি খেলায় আমির সবচেয়ে বেশি মেডেন পেয়েছেন জাতীয় দলের হয়েই। পাকিস্তানের হয়ে ৬৩ ম্যাচে ৭টি মেডেন পেয়েছেন ৩২ বছর বয়সী পেসার। দ্বিতীয় সর্বোচ্চ ৬টি মেডেন করাচি কিংসের হয়ে।

আরও পড়ুন