নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি ৩টি কবে ও কখন
ভোর চারটা, শীতের রাতে এটা যে কারও জন্যই অন্য রকম একটা সময়। এমন সময় কম্বল সরিয়ে টেলিভিশনের সামনে বসে খেলা দেখাটা একটু কষ্টকরই। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের এই কষ্টটা করতে হয়েছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রতিটিই যে শুরু হয়েছে বাংলাদেশ সময় ভোরে।
কষ্ট করে দেখা সেই ম্যাচ তিনটি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের দিয়েছে মিশ্র অনুভূতি। বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে মনে রাখার মতো তেমন কিছু করতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও হেরেছেন নাজমুল হাসানরা। কিন্তু সেই ম্যাচে আনন্দের খোরাক জুগিয়েছে সৌম্য সরকারের দুর্দান্ত ব্যাটিং। ১৫১ বলে ১৬৯ রানের ইনিংস খেলে ম্যাচসেরাও হয়েছেন তিনি। আর গতকাল হওয়া তৃতীয় ম্যাচটি তো জিতেছেই বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে যেটি বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়।
এবার পালা টি-টোয়েন্টির রোমাঞ্চ অনুভব করার। ওয়ানডের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতেও তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে ওয়ানডে সিরিজের মতো এতটা কষ্ট করে খেলাগুলো দেখতে হবে না বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। প্রথম দুটি ম্যাচ যে শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অবশ্য সকাল ছয়টায়।
ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ দলের গল্পটা শুধুই হতাশার। এখন পর্যন্ত খেলা ৯ ম্যাচের ১টিতেও জিততে পারেনি বাংলাদেশ। ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও কি হতাশার সেই গল্পটা বদলাতে পারবেন নাজমুল-লিটনরা?