ব্রড-ট্রেসকোথিক পেলেন ‘ব্রিটিশ এম্পায়ারের’ সম্মাননা
টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে গত জুলাইয়ে অবসর নেন স্টুয়ার্ট ব্রড। নতুন বছরে সম্মান জানানোর অংশ হিসেবে তাঁকে সম্মানসূচক ‘সিবিই’ (কমান্ডার অব দ্য মোস্ট এক্সিলেন্ট অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার) পুরস্কারে ভূষিত করা হয়েছে। ইংল্যান্ডের সাবেক ওপেনার ও পুরুষ ক্রিকেট দলের ব্যাটিং কোচ মার্কাস ট্রেসকোথিককে ‘ওবিই’ (অফিসার অব দ্য মোস্ট এক্সিলেন্ট অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার) সম্মাননা দেওয়া হয়েছে।
৩৭ বছর বয়সী ব্রড গত জুলাইয়ে অ্যাশেজের পর অবসর নেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের শেষ বলে উইকেট নেওয়ার পাশাপাশি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ও পেয়েছিলেন। তার আগে ক্যারিয়ারে শেষবারের মতো ব্যাটিংয়ে নেমে মুখোমুখি হওয়া শেষ বলে মেরেছিলেন ছক্কা।
২০০৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৬৭ টেস্ট খেলা ব্রড জেমস অ্যান্ডারসনের (৬৯০) পর ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। সব মিলিয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় তিনি পঞ্চম। ওয়ানডেতে ১২১ ম্যাচে ১৭৮ উইকেট নেন ব্রড। তিন সংস্করণ মিলিয়ে রানসংখ্যা ৪ হাজারের বেশি।
সম্মানসূচক এই পুরস্কার পেয়ে ব্রড বলেছেন, ‘আমি সব সময় শুধু ক্রিকেটই খেলতে চেয়েছি। যে ক্যারিয়ারটা আমি উপভোগ করেছি এবং এখন এমন সম্মান পাওয়া আমার জন্য অবিশ্বাস্য রকমের বিশেষ ব্যাপার। ক্রিকেটে আমি যে অবদান রাখতে পেরেছি, সেটির স্বীকৃতি দেওয়ার জন্য খুব গৌরব বোধ করছি। এটা আমার এবং আমার পরিবারের কাছে অনেক কিছু।’
৪৮ বছর বয়সী ট্রেসকোথিক ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজারের বেশি রান করেছেন। মানসিক অবসাদের কারণে ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর এ নিয়ে ট্রেসকোথিক নিজেই অনেক কাজ করেছেন। ক্রিকেটারদের মানসিক সমস্যাবিষয়ক দূত হিসেবে স্বীকৃতি পেয়েছেন।
সম্মানসূচক পুরস্কারটি পাওয়ার পর ট্রেসকোথিক বলেছেন, ‘ওবিই পুরস্কারটি আমার জন্য বিশাল সম্মানের ব্যাপার। ২০০৫ সালে খুব আনন্দ লেগেছিল যখন দল হিসেবে আমাদের এমবিই (মেম্বার অব দ্য মোস্ট এক্সিলেন্ট অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার) সম্মানে ভূষিত করা হয়েছিল। আমি সব সময় নিজের গল্পটা সবাইকে জানাতে চেয়েছি এবং যাঁরা এই সমস্যায় ভুগছেন তাঁদের সচেতন করার চেষ্টা করেছি।’
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান রিচার্ড থম্পসন বলেছেন, ‘স্টুয়ার্ট ও মার্কাসকে এভাবে সম্মান জানানোয় আমরা খুবই আনন্দিত।’