তামিমের ফেরা নিয়ে মুশফিক, ‘এর চেয়ে ভালো খবর আর হতে পারত না’

বাংলাদেশের দলের দু্ই সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল ও মুশফিকুর রহিমছবি: প্রথম আলো

তামিম ইকবালের ভক্তরা আনন্দে উদ্বেল হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন। এ উপলক্ষ তামিমের ভক্তরা উদ্‌যাপন করেছেন তাঁর নামে স্লোগান দিয়ে, নেচে–গেয়ে।

তামিম ইকবাল অবসরের সিদ্ধান্ত থেকে সরে আশায় খুশি তাঁর সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আবার দেখা হবে, এ দেখাই শেষ দেখা নয়, ইনশা আল্লাহ।’ তামিমের এ সিদ্ধান্তে খুশি নিশ্চয়ই তাঁর এখনকার সতীর্থরাও।

আরও পড়ুন

সংবাদ সম্মেলন করে কাল তামিম অবসরের ঘোষণা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে মিস করবেন বলে লিখেছিলেন মোস্তাফিজুর রহমান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসানরা। মুশফিকুর রহিমও ছিলেন এই দলে।

তামিম অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসার পর নিজের আনন্দের কথা জানিয়েছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিক।

আরও পড়ুন

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মুশফিক লিখেছেন, ‘এর চেয়ে ভালো খবর আর হতে পারত না। আমরা আবার মাঠে একসঙ্গে খেলব শুনে খুব আনন্দ হচ্ছে। ইনশা আল্লাহ, এটা আমাদের জন্য নতুন শুরু এবং একসঙ্গে মিলে নিকট ভবিষ্যতে আমরা বাংলাদেশের অসাধারণ সাফল্য বয়ে আনব।’