২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ক্রলির এলবিডব্লু নিয়ে প্রশ্ন তুললেন স্টোকস

ইংল্যান্ডের দুই ইনিংসেই সর্বোচ্চ রান করেন জ্যাক ক্রলিএএফপি

বিশাখাপট্টনম টেস্টে দুই ইনিংসেই অর্ধশতক পেয়েছেন জ্যাক ক্রলি। ৩৯৯ রান তাড়া করতে নামা ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৭৩ রান করে কুলদীপ যাদবের বলে আউট হন। ক্রলির এই আউট নিয়েই প্রশ্ন তুলেছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ৪২তম ওভারে ইংল্যান্ডের স্কোর যখন ৪ উইকেটে ১৯৪, তখন কুলদীপের স্পিনে এলবিডব্লু হন ক্রলি। মাঠের আম্পায়ার মারাইস এরাসমাস ভারতের খেলোয়াড়দের আবেদন নাকচ করে দিলেও রিভিউ নিয়ে ক্রলিকে ড্রেসিংরুমে ফেরত পাঠান ভারতের খেলোয়াড়েরা।

আরও পড়ুন

আজ চতুর্থ দিনে সকালের সেশনে অন্য প্রান্ত থেকে টপাটপ উইকেট পড়লেও ক্রলি এক প্রান্ত আগলে রেখেছিলেন। সে ওভারে (৪১.৬) কুলদীপের লেংথ ডেলিভারি ক্রলির প্যাডে লাগার পর আউটের আবেদন করেন ভারতের খেলোয়াড়েরা। এরাসমাস আবেদন নাকচ করার পর একদম শেষ মুহূর্তে রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ডিআরএস দেখায় বলটির বেশির ভাগ অংশ লেগ স্টাম্পে লাগত। থার্ড আম্পায়ার তাই আউট দেন ক্রলিকে।

ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস
এএফপি

কিন্তু ইংল্যান্ড অধিনায়ক স্টোকস প্রশ্ন তুলেছেন ডিআরএস নিয়ে। তাঁর মতে, ডিআরএসের বল ট্র্যাকার বলের যে গতিপথ দেখিয়েছে, সেই গতিপথ অনুযায়ী বলটি লেগ স্টাম্পে অত ভেতরে আঘাত করার কথা নয়। তবে নিজেদের হারের পেছনে এটাকে কারণ দেখাতে চাননি স্টোকস।

ম্যাচ শেষে স্টোকস বলেছেন, ‘খেলায় প্রযুক্তি থাকবেই। তবে এটা যে কখনোই ১০০ ভাগ নির্ভুল হবে না, সেটির কারণও সবার জানা। আর এ জন্যই তো আম্পায়ার্স কল রাখা হয়েছে।’ স্টোকস এরপর যুক্তি দেন, ‘সবাই যেহেতু বলে থাকে যে এটা শতভাগ সঠিক নয়, তাই আমার মনে হয় এটা বলা অন্যায্য হবে না যে এখানে (ক্রলির আউটে) প্রযুক্তি ভুল করেছে। এটা আমার ব্যক্তিগত মতামত। আমি এটাই বলব।’

আরও পড়ুন

তবে স্টোকস মনে করেন না ক্রলিকে আউট ঘোষণার ভুল সিদ্ধান্তের জন্য ইংল্যান্ড বিশাখাপট্টনম টেস্টে হেরেছে, ‘অনেক যদি-কিন্তু আর হতে পারতর ম্যাচে আমি এটা বলব না, ওই সিদ্ধান্তের কারণেই আমরা প্রত্যাশিত ফল পাইনি। আমি শুধু নিজের ব্যক্তিগত মতটাই দিচ্ছি এবং সেটা হলো প্রযুক্তি এখানে ভুল করেছে এবং সেটা বলাও অন্যায্য নয়।’

ক্রলি আউট হওয়ার পর জয়ের জন্য ২০৫ রান দরকার ছিল ইংল্যান্ডের। ৫ বল পর জনি বেয়ারস্টোও আউট হলে ৬ উইকেটে ১৯৪ রানে পরিণত হয় ইংল্যান্ড। সফরকারী দল এরপর লড়াই করেছে ঠিকই, তবে ২৯২ রানের বেশি এগোতে পারেনি। অলআউট হওয়ায় ১০৬ রানের জয় তুলে নিয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফেরে ভারত। রাজকোটে ১৫ ফেব্রুয়ারি সিরিজের তৃতীয় টেস্ট।

ক্রলির আউট নিয়ে স্টোকস নিজের এই ব্যক্তিগত অভিযোগ আনুষ্ঠানিকভাবে কোথাও করবেন কি না, এই প্রশ্নের উত্তরে বলেছেন, ‘যেটা অতীত, সেটা নিয়ে আসলে কিছু করার নেই। একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা ওলটানোর সুযোগ নেই। আমি এটাই মনে করি।’

আরও পড়ুন