ব্যাটে-বলে উজ্জ্বল ম্যাথুস, একপেশে লড়াইয়ে জিতে সিরিজও শ্রীলঙ্কার

প্রথমে ব্যাট হাতে, পরে বল হাতেও দারুণ পারফরম্যান্স করেন ম্যাথুস। উইকেট নেওয়ার পর। আজ ডাম্বুলায়এএফপি

একপেশে লড়াই বলতে যা বোঝায় ঠিক তাই। ডাম্বুলায় টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৮৭ রান তুলেছিল শ্রীলঙ্কা। এই রাত তাড়া করতে নেমে ব্যাটিংটা যেমন হওয়া উচিত, আফগানিস্তান তার ধারেকাছেও যেতে পারেনি।

১৪তম ওভারে ১০০ রান তুলতেই নেই ৭ উইকেট। এরপর আর বেশি দূর যেতে পারেনি আফগানিস্তান। পরের ৩ ওভারে আর মাত্র ১৫ রান যোগ করেই অলআউট। ১১৫ রানে অলআউট হয়ে ম্যাচটি ৭২ রানে হেরেছে আফগানিস্তান।

সিরিজের প্রথম ম্যাচে তবু লড়াই (৪ রানে হার) করতে পেরেছিল ইব্রাহিম জাদরানের দল। কিন্তু আজ দ্বিতীয় ম্যাচে সেটাও পারল না। এক ম্যাচে হাতে রেখেই সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল শ্রীলঙ্কা। বুধবার ডাম্বুলায় তৃতীয় ম্যাচ।

আরও পড়ুন

শ্রীলঙ্কার অধিনায়ক ও তারকা স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা এ ম্যাচে ১৯ রানে ২ উইকেট নেন। আফগান টপ অর্ডারে তিনি চিড় ধরাতে না পারলেও শেষ দিকে ২টি উইকেট নিয়ে একটি মাইলফলকের দেখা পেয়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৬৩তম ম্যাচে এসে এই সংস্করণে ১০০ উইকেটের দেখা পেলেন হাসারাঙ্গা। ১৪তম ওভারে নজিবউল্লাহ জাদরানকে আউট করে শততম উইকেটের দেখা পান। পরে ফিরিয়েছেন করিম জানাতকেও। আফগানিস্তানেরই তারকা লেগ স্পিনার রশিদ খানের পর দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শততম উইকেট পেলেন হাসারাঙ্গা।

ব্যাটিংয়ে ঝোড়ো ইনিংস খেলেন ম্যাথুস
এএফপি

নজিবউল্লাহ ৯ রানে আউট হওয়ার আগেই ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে আফগানিস্তান। ৫ ওভারের মধ্যে ৩০ রানে টপ অর্ডারে প্রথম চার ব্যাটসম্যানকে হারায় তারা। হজরতউল্লাহ জাজাই ও অধিনায়ক ইব্রাহিম জাদরানকে তুলে নেন শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস। ১৩ রান করা রহমানউল্লাহ গুরবাজকে তুলে নেন মহীশ তিকসানা। বিনুরা ফার্নান্দোর বলে ফেরেন গুলবাদিন নাইব। ষষ্ঠ উইকেটে মোহাম্মদ নবীর সঙ্গে সর্বোচ্চ ৩৯ রানের জুটি গড়েন করিম জানাত। ইনিংসে সর্বোচ্চ ২৮ রান এসেছে তাঁর ব্যাট থেকেই।

আরও পড়ুন

শ্রীলঙ্কার ইনিংসে সর্বোচ্চ ৫১ রান সাদিরা সামারাবিক্রমার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তাঁর প্রথম অর্ধশতক। ৪ ছক্কা ও ২ চারে ২২ বলে ৪২ রানে অপরাজিত ছিলেন ম্যাথুস। পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস ও হাসারাঙ্গা নিজেদের রানসংখ্যা দুই অঙ্কে নিতে পেরেছেন। আফগানিস্তানের হয়ে ২টি করে উইকেট মোহাম্মদ নবী ও আজমতউল্লাহ ওমরজাইয়ের।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৮৭/৬ (সামারাবিক্রমা ৫১, ম্যাথুস ৪২*, নিশাঙ্কা ২৫, মেন্ডিস ২৩; আজমতউল্লাহ ২/৪০, নবী ২/২৫, নাভিন ১/৪৬)

আফগানিস্তান: ১৭ ওভারে ১১৫ ( করিম ২৮, নবী ২৭, রহমানউল্লাহ ১৩, ইব্রাহিম ১০; ম্যাথুস ২/৯, ফার্নান্দো ২/১৮, হাসারাঙ্গা ২/১৯, পাতিরানা ২/২২)

ফল: শ্রীলঙ্কা ৭২ রানে জয়ী।

ম্যাচসেরা: অ্যাঞ্জেলো ম্যাথুস (শ্রীলঙ্কা)

সিরিজ: শ্রীলঙ্কা এক ম্যাচ হাতে রেখে ২-০ ব্যবধানে জয়ী।

আরও পড়ুন